জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছে-
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ: الطَّلَاقُ، وَالنِّكَاحُ، وَالرَّجْعَةُ “
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, তিনি বিষয় এমন যে, ইচ্ছেকৃত করলে ইচ্ছেকৃত এবং ঠাট্টা করে করলেও ইচ্ছেকৃত বলে ধর্তব্য হয়। তা হল, তালাক, বিবাহ এবং তালাকে রেজয়ীপ্রাপ্তা স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসা। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২০৩৯, সুনানে আবু দাউদ, হাদীস নং-২১৯৪}
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
স্ত্রী যদি স্বামীকে বলে ' আমাকে ডিভোর্স/তালাক/ছেড়ে দাও."
স্বামী যদি তার স্ত্রীর উত্তরে শুধু বলে "দিলাম" বা "তোমাকে দিলাম।"
এক্ষেত্রে শুধু " দিলাম" "তোমাকে দিলাম" দ্বারা ডিভোর্স হবে।
এক্ষেত্রে এক তালাকে রজয়ী পতিত হবে।
الفتاوى الهندية (1 / 356):
"وَفِي الْمُنْتَقَى امْرَأَةٌ قَالَتْ لِزَوْجِهَا طَلِّقْنِي فَقَالَ الزَّوْجُ قَدْ فَعَلْت طَلُقَتْ فَإِنْ قَالَتْ زِدْنِي فَقَالَ فَعَلْت طَلُقَتْ أَيْضًا رَوَى إبْرَاهِيمُ عَنْ مُحَمَّدٍ - رَحِمَهُ اللَّهُ تَعَالَى - قِيلَ لِرَجُلٍ أَطَلَّقْت امْرَأَتَك ثَلَاثًا قَالَ نَعَمْ وَاحِدَةً قَالَ الْقِيَاسُ أَنْ يَقَعَ عَلَيْهَا ثَلَاثُ تَطْلِيقَاتٍ وَلَكِنَّا نَسْتَحْسِنُ وَنَجْعَلُهَا وَاحِدَةً وَفِيهِ إذَا قَالَتْ الْمَرْأَةُ طَلِّقْنِي ثَلَاثًا فَقَالَ الزَّوْجُ قَدْ أَبَنْتُك فَهَذَا جَوَابٌ وَهِيَ ثَلَاثٌ كَذَا فِي الْمُحِيطِ."
সারমর্মঃ-
স্ত্রী তার স্বামীকে বলেছে,আমাকে তালাক দাও,স্বামী বললো আমি দিলাম,তাহলে তালাক হয়ে যাবে। স্ত্রী যদি বলে আরো বাড়িয়ে দাও,স্বামী বলে দিলাম,তাহলে আবারো তালাক হয়ে যাবে।
ফাতাওয়ায়ে শামীতে আছেঃ
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (3/ 306)
(الصريح يلحق الصريح و) يلحق (البائن) بشرط العدة (والبائن يلحق الصريح) الصريح ما لا يحتاج إلى نية بائنا كان الواقع به أو رجعيا فتح ۔۔۔ (لا) يلحق البائن (البائن)
সারমর্মঃ
স্পষ্ট বাক্যে তালাক দিলে ইদ্দতের মধ্যে স্পষ্ট এবং অস্পষ্ট উভয় প্রকারের বাক্য দ্বারাই তালাক দিলে তাহা পতিত হবে।
তবে কেনায়া বাক্যে তালাক দেওয়া হলে ইদ্দতের মধ্যে স্পষ্ট বাক্যে তালাক দিলে আবার তালাক পতিত হবে।
অস্পষ্ট বাক্যে তালাক দিলে সেই তালাক পতিত হবেনা।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনি স্বামীকে বলেছিলেন,
ছেড়ে দে তুই
এর জবাবে আপনার স্বামী আপনাকে বলেছিলো দিলাম।
এর দরুন প্রশ্নে উল্লেখিত ছুরতে এক তালাকে রজয়ী পতিত হয়েছে।
এরপর এক বছর স্বামীর সাথে আপনার বসবাস হয়নি,তার মানে তিনি আপনাকে শরীয়ত সম্মত পন্থায় স্ত্রী হিসেবে ফিরিয়ে নেননি,সুতরাং আপনার ইদ্দতকাল অতিবাহিত হওয়ায় আপনার উপর এক তালাক বায়েন হিসেবে পতিত হয়েছে।
আপনি তার আর স্ত্রী নেই,সুতরাং গত দুইমাস আগে স্বামী দুইবার তালাক বলে ফেলেছে,এর দরুন কোনো তালাক হয়নি।
প্রশ্নের বিবরণ মতে আপনার ইদ্দত পালন হয়ে গিয়েছে।
আপনি এখন চাইলে এই স্বামীর সাথে বিবাহ বসতে পারবেন,চাইলে এই স্বামীর সাথে বিবাহ না বসে অন্যত্রেও বিবাহ বসতে পারেন।
সবই আপনার ইচ্ছা।