আগে ও করেছি প্রশ্নটা উত্তর না পাওয়াই আবারো করলাম, এবং আরও কিছু কথা অ্যাড বা যুক্ত করি এইখানে।
//চইলা আসছি / যাইস / যাইবো গা / যা বা যা যা / চইলা যায়/চইলা যাই বা চলে শুধু মাএ ইত্যাদি এই শব্দ বা বাক্য গুলা কি হুজুর কিনায়া বাক্য বা কিনায়া তালা'''' এর অন্তর্ভুক্ত ??
//ছাড়া বা without /চল /duro/দূর/দুরো/এগিয়ে যাবো/dhutt ইত্যাদি এই বাক্য বা শব্দ গুলা ও কি কিনায়া বাক্য এর মধ্যে পড়ে??
**(চলে যাও/যাও/চলে যা/চইলা যা এইগুলা আমার জানা মতে কিনায়া)
// আর উপরের প্রথম প্রশ্নে bold করা বাক্য গুলা লেখার সময় কিছুটা থেমে থেমে বা বাক্য গুলা যখন লেখি ভাইবা ভাইবা বা চিন্তা করে করে লেখি আর মনে হয়ত আমার বউ এর চিন্তা বা কথা আসছিল বা এমন মনে হলো আমার বউকে উদ্দেশ্য করে এইসব বলতাসি এতে বিবাহিত সম্পর্কে কোন সমস্যা তো হবে না??
// আমি আমার বন্দুর সাথে কথা বলতাসিলাম তো আমি Taka লেখতে গিয়ে Tala লেখে ফেলি এর পরে আমি এইটা কেটে Taka এইভাবে লেখি এতে কোন সমস্যা নাই তো❓ আর আমি জানি যদি তালা''' এর নিয়তে কেউ তালা /tala ও লেখে তালা'''' হবে না তাও আমার চিন্তা হচ্ছে বিধায় এই প্রশ্ন টা করলাম। আর আমি যদি তালা''' এর নিয়ত করি তাহলে আমি আমার বউ কে বা তার ইনবক্সে বলবো বন্দু কে উদ্দেশ্য করে মেসেজ লেখতাসি ওইখানে কেনো বলবো। এবং আমি আপনাদের এইখানে ফাতয়া search করে যেই জায়গায় ওইখানে ১/২ বার Tala লেখে বুজার চেষ্টা করি আরও যে আমি তালা'''' আবার কথা টা পুরাটা তো লেখি নাই এই সন্দেহ টা ও হচ্ছে বা হওয়া শুরু হয়েছে, আল্লাহ মাফ করুক সহায়ক হোক আমার জন্য।
**বি.দ্র: k এর পাশেই l শব্দ টা কীবোর্ড এ তা দেখলেই বুজবেন।
কথা গুলা ভালো ভাবে পড়ে আমাকে সমাধান দিয়েন।