সপ্ন১. আসসালামুআলাইকুম। আলহামদুলিল্লাহ গত এপ্রিলে আমরা উমরাহ সম্পন্ন করি। এর পর থেকে আবার সেখানে যাওয়ার প্রবল ইচ্ছা।
তো গতকাল রাতে আমি সপ্ন দেখি:- যে আমি মাসজিদুল হারামে জমজমের পানি পান করব কিন্তু পানির পাত্রগুলো আগের চেয়ে বড় একটু অন্য রকম । একবার মনে হল এটা জমজমের পানি তো? পরে মনে হল এখানে তো সবাই জমজমের পানি।
এরপর পবিত্র কাবা শরিফ দেখলাম দ্রুত رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ. দোআ টি পড়তে থাকলাম। গতবার হাজরে আসওয়াদ দেখিনি, কাছেও যেতে পারিনি তাই দৌড়ে হাজরে আসওয়াদের কাছে যেতে চাইলাম কিন্তু ঘুরে কাছে যেতেই দেখি পবিত্র কাবা মেরামতের কাজ চলছে তাই অনত্র স্থানান্তর করছে সবাই । পবিত্র কাবা শরিফের স্থানটি মোটামোটি ফাঁকা।
এমন স্বপ্ন দেখার কারন কি? সপ্নটি কি কোন অর্থ বহন করে?
সপ্ন ২.আমি গত একমাস/১৫ দিনে প্রায় 3/4 বার একই ধরনের সপ্ন দেখছি। এমন কি ঘুমের দোআ পড়া সত্ত্বেও। সপ্নগুলো অনেকটা একই রকম যেমন গত রাতেও দেখলাম :-
খারাপ জ্বীন/ এইধরনের কিছু আধমরা কয়েকটা কিছু কাছে আসার চেষ্টা করছে।আমি এদের থেকে দুরে যাওয়ার জন্য এদের চারিদিকে বৃত্তাকারে ছুটছি। খুব কষ্ট করে সুরা পড়তে পারছি। সুরা পড়তে প্রথমে অনেক বেশী কষ্ট হচ্ছে মুখ দিয়ে আওয়াজ আসতে চাচ্ছে না। এরপর আমার ফোনে রুকিয়ার আয়াতগুলো খুজে না পেয়ে continue জোরে সুরা পড়ছি। এরকম অবস্থায় যতবারই ঘুম ভেঙ্গেছে, বাম হাত অনেক ভারি আর কেমন যেন ব্যাথা নিয়ে ঘুম ভেঙ্গেছে। আর খাবার related কিছু থাকে যেটা ঘুম ভাঙ্গার পর স্পষ্ট মনে থাকে না।