আসসালামু আলাইকুম
ঝগড়ার সময় আমার হাসবেন্ড রাগ করে আমাকে বলসে," আমাকে জামাই মনে না হলে আগে বলতা,ডিভোর্স দিয়ে চলে যাওয়ার সুযোগ তো ছিলো ই।"তখন আমি বলসি "এখন কি নাই?" তখন উনি বলসেন, "হ্যাঁ এখনো আছে।" এর কিছু কথার পরে আমি বলসি,"তুমি কি আমাকে একেবারে সব শেষ করে চলে যেতে বলতেসো?" উনি বলসেন,"' হ্যাঁ বলতেসি, তোমার যদি আমাকে জামাই মনে না হয়, জামাই এর সম্মান যদি দিতে না পারো, সসম্মানে চলে যাও।" এরপর আমি আমার হাসবেন্ডএর সাথে খারাপ ব্যবহার করে ফেলসি।সম্মান দেই নাই।
~এটার জন্য কি তালাক হবে?
আমার হাসবেন্ড আমাকে বলতেসে, বাংলাদেশের আইন অনুযায়ী আমি নাকি ডিভোর্স দিতে/নিতে পারবো।কিন্তু আমার হাসবেন্ড এর ধারণা ইসলামী শরীয়তে মেয়েরা তালাক দিতে পারে না।কিন্তু বাংলাদেশ এর আইন অনুযায়ী দিতে /নিতে পারবে।তো আমি উনাকে আস্ক করসি তুমি কি আমাকে তাইলে অধিকার দিচ্ছো? তখন উনি বলেন বাংলাদেশের আইন অনুযায়ী তুমি দিতে পারবা।কিন্তু বাংলাদেশের আইনে যদি আমার পারমিশন লাগে তাহলে অধিকার পাবা না।"
-এভাবে কি সে আমাকে অধিকার দিয়েছে?
এসব কথাবার্তার জন্য আমি কাঁদতে কাঁদতে বলসি যে "আল্লাহ সব শেষ হয়ে গেসে আমার।"তখন আমার হাসবেন্ড বলসে, " কিছু শেষ হয় নি।"
√-অনেক আগে আমি আমার হাসবেন্ড এর কাছে তালাক চাইলে হাসবেন্ড বলেছিলো "তুমি দাও গিয়ে" তখন আমি ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস এ "ডিভোর্সড ফ্রম (আমার হাসবেন্ড এর নাম) দিসিলাম।কিন্তু আমি তালাক গ্রহণ করিনি।আর আমার হাসবেন্ড আমাকে তালাক দেয় ও নি।এতে কি সমস্যা হবে?
√- তালাকের অধিকার প্রাপ্ত কোনো নারীকে তার হাসবেন্ড বলে, "সংসার না করলে বলে দাও।"তখন সে তার হাসবেন্ড কে বলে "তোমার সংসার করবো না।"তাহলে কি তালাক হবে?
√- হাসবেন্ড বলেছে সংসার নিয়ে কোনো সন্দেহ থাকলে চলে যাও।আর না থাকলে সংসার করো।তোমার সংসার ঠিক ই থাকবে।" তখন আমি জিজ্ঞেস করসিলাম আলাদা থাকা মানে কি ডিভোর্স দিয়ে চলে যাওয়া?.তখন উনি বলেছেন, "না জরুরি না।তবে তোমার দিতে ইচ্ছা হলে দিও।তোমার যেদিন মনে হবে সংসার ঠিক আছে সেদিন সংসার করতে আসিও।তার আগে সংসার করার দরকার নাই।"
আমার যদি সংসার ঠিক আছে কিনা সন্দেহ থাকে তাহলে কি আমাদের ডিভোর্স হয়ে যাবে?
আমার হাসবেন্ড আরো বলসে আমার যদি সংসার করতে ভালো না লাগে / জামাইএর সম্মান যদি দিতে না পারি তাহলে সংসার না করতে।এসব কি শর্ত যুক্ত তালাক হবে?
> আমার হাসবেন্ড একটু রাগ হলেই বলে হয় এভাবে সংসার করো নাহয় চলে যাও/ হয় এভাবেই সংসার করো নাহয় চলে যাও/ মনে সংসার নিয়ে সন্দেহ থাকলে সংসার করিও না,চলে যাও।এসব এর জন্য সমস্যা হবে?
Jajakallah