আসসালামু আলাইকুম।
আমার বাবা একজন ব্যাবসায়ীর কাছে কিছু টাকা ইনভেস্ট করে। যার শর্ত ছিলো উক্ত টাকার লভ্যাংশ ৫০% করে ভাগ হবে। প্রথমদিকে ব্যাবসায়ী ৫০% করে লভ্যাংশ দিলেও পরবর্তীতে উনার মনমতো একটা এমাউন্ট দেই (নির্দিষ্ট নয়) যা ৫০% থেকে অনেক কম আমাদের ধারনা অনুযায়ী। যাইহোক, উনি যা দেই তাতেই আমরা সন্তুষ্ট। কথা হচ্ছে কোন ফিক্সড % ছাড়া উনার মনমতো যে পরিমান লভ্যাংশ দেই এমনভাবে টাকা নেওয়াটা আমাদের জন্য হালাল হচ্ছে কি?
বিদ্র: উনি ফিক্সড % দিতে রাজী নয়। নইলে আমরা ২৫% লভ্যাংশ নিতে ও রাজী ছিলাম। লভ্যাংশ প্রতি সপ্তাহেই হিসেব করে কখনো ১,২ অথবা আড়াই হাজার এমনভাবে দেই আবার কখনো দেই ও না যখন লস হয়। পুরো বিষয়টা হালাল হচ্ছে কিনা অনুগ্রহ করে জানাবেন।