আসসালামু আলাইকুম ওস্তাদ,
আমার পরিচিত একজনের তরফ থেকে জিজ্ঞাসা -
উনি ওনার বিয়ের তালাকের জন্য আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলেন উত্তম দিকনির্দেশনার জন্য.....তার জীবনসঙ্গী বেশ দায়িত্বহীন। তো উনি নফল সালাত পড়ে সাহায্য চান- তখন দেখলেন-
'আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি ঘুমিয়ে আছি আর স্বপ্ন দেখছি যে আমি সাথে আরেকজন যাকে আমি বাস্তবিক জীবনে চিনি না। কিন্তু স্বপ্নে চিনি ।আমরা দুই জন কাবা শরিফের সামনে আর কাবার মেইন গেইট খোলা । আমরা ভেতরে প্রবেশ করেছি আর দেখলাম কাবার ভেতরে একদম অন্ধকার আর আমি কিছুটা ভয় পাই। সেই সাথে স্বপ্নের মধ্যে ঘুম ভেঙ্গে যায়।
এটা কি দিকনির্দেশনার সাইন হতে পারে।(স্বপ্ন দেখা ব্যক্তি নিয়মিত নামাজ পড়া মাত্র শুরু করেছেন, পর্দা করেন না।)