আসসালামু আলাইকুম।
প্রশ্নটি একজনের বোনের পক্ষ থেকে।
হুবহু তার লিখায় কপি;
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।সম্মানিত শাইখ।আমি আপনাদের মাদ্রাসার প্রাক্তন ছাত্রী।আমি বোঝ হওয়ার পর থেকেই নিজেকে পরিশুদ্ধ করে চলতাম।বিয়ে হয়,দূভাগ্যবশত সংসারটি টিকে না, এরপর ম্যারেজ মিডিয়ার মাধ্যমে একজনের সাথে পরিচয়, শয়তানের ধোকায় তার সাথে আমি একটা সম্পর্কে জড়িয়ে পড়ি, বিয়ের নিয়তে কথা বলতে বলতে। আল্লহ আমাকে মাফ করুক,উস্তাদ আমার হেদায়েতের জন্য দুয়া করিয়েন । ছেলেটা জানায় সে তালাকপ্রাপ্ত,এভাবে ১বছর পর হঠাৎ শুনি সে তার বউ এর সাথে, ইত্যাদি। (যদিও তারা তালাক হওয়া সত্তেও আবার মিলে গেছে,জানিনা সত্য কোনটা মিথ্যা) সে আমাকে বিয়ের ওয়াদা দিয়েছে,সব স্বপ্ন দেখিয়েছে,কিভাবে কি করবে সব, আমাদের সরাসরি দেখা হয় নি দূরত্ব এর জন্য,কিন্ত অনলাইন দেখাদেখি হয়েছে।তার হঠাৎ এসব দেখে আমি ভেংগে পড়েছি।আমি এমনেও ভাংগা মন, এর মধ্যে এসব শুনে,দেখে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে আত্ম/হত্যার জন্য মরিয়া হয়ে উঠে,সারাদিন রাত কাদছি।
#আমি ঠকছি,প্রতারণা করছে,আমাকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছে। আমি এখনো অসুস্থ।
#শুধু জানতে চাই, ১)আল্লহ তার কি শাস্তি দিবে?আমি আগে থেকে আঘাতপ্রাপ্ত। আমি জানি আমি আল্লহর অবাধ্যতা করেছি, কিন্ত আমিতো তাকেই বিয়ে করতে চেয়েছিলাম।
#উস্তাদ আমার জন্য দুয়া করবেন প্লিজ।আমার শুধু মরতে মন চাই এখন।জীবনে শুধু ঠকেই গেলাম
২)3তালাকের পর তাদের বাচ্চার দোহায় দিয়ে মিলন কি ঠিক?