আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
১) রুমের সাথে এটাচড বাথরুম, পরিবারের সবাইতো আর পবিত্রতার ব্যাপারে বেশিই সতর্ক থাকেনা, ছোটরাও আছে পা কম ধুয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে বা অনেকে পা ধুয়েই না । এই পা দিয়ে পুরো বাড়ি ঘুরে । এমন বিভিন্ন সমস্যা আছে আশাকরি বুঝতে পারছেন, ▪️এখন আমি অযু করে হেঁটে যে নামাজের জায়গায় গেলাম, আমার পায়ে নাপাকী লাগার কারণে নামাজ হবে?
২) রাতে ইঁদুর বিভিন্ন জায়গায় বিষ্টা ছড়িয়ে রাখে, এখন ঘর ঝাঁট দেয়ার সময় অসতর্কতাবশত ওই বিষ্টা গুলোও ঝাঁট দেয়া হয়েছে, এখন ওই ঝাড়ু দিয়ে পুরো বাড়ি ঝাঁট দেয়া হয়েছে । বিষ্টা শুকনো ছিলো কোথায় লেগেছে তাও জানা দুরূহ । ▪️এমতাবস্থায় পুরো বাড়ি ৩বার নতুন পানি দিয়ে মুছতে হবে উস্তায?
এই ২টা ব্যাপার নিয়ে অনেক সমস্যায় আছি উস্তায, এমন হয় যে বাড়ি প্রতিদিন কয়েকবার মুছতে হবে বলে মনে ধারণা আসে । সন্দেহ লাগে ।