আসসালামু আলাইকুম মুফতি।
একজন মেয়ের একটা বিবাহিত ছেলের সাথে সম্পর্ক হয়। পরে ছেলেটি মেয়েটিকে এই শর্তে সবার গোপনে বিয়ে করে যে,
পরে মেয়েটিকে মেয়েটির বাবা মা পরিবারগত ভাবে যেখানে বিয়ে দিবে, তখন সেখানে বিয়েটা করে ফেলতে হবে। তবে ঐ লোক এই বিয়েতে তালাক দিবেনা। এবং এটা উল্লেখ ও করে চিরস্থায়ী হবে না।
বিয়ের আগের দিন ও মেয়েকে বলে, এ বিয়েটা কখনো চিরস্থায়ী হবে না।পরে আরেকটা বিয়ে ঐ মেয়েকে করতে হবে এই ওয়াদা নেয়ায় মেয়ে থেকে। মানে দুজনের উদ্দেশ্য থাকে,এ বিয়েটা কেবল মেয়েটার আরেকজায়গায় পরিবারগত ভাবে বিয়ে হওয়া পর্যন্ত স্থায়ী থাকবে।তালাক না দিলেও।
মেয়েটাও রাজি থাকে।
পরে তারা এই চুক্তি মাথায় রেখে সাভাবিক নিয়মে ইজাব কবুল করে বিয়ে করে।
এমতাবস্থায় এটা কি শুদ্ধ বিবাহ হয়েছে? নাকি বাতিল হয়ে গেছে? ঐ বিয়েতে কি তালাক লাগবে?