আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
97 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (12 points)
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ

পারিবারিকভাবে একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে । এখন আব্বু ২-৩মাস সময় নিতে চাচ্ছেন কিছু কারণে । এরমধ্যে পাত্রপক্ষ বলছে এখন কাবিন করিয়ে রাখতে । আর ২-৩মাস পর আকদ করিয়ে একেবারে বউ নিয়ে যাবে ।

আমার প্রশ্ন হচ্ছে,
১) আকদ পরে করিয়ে এখন শুধু কাবিন করালে, এই অবস্থায় পাত্র-পাত্রী কথা বললে গুনাহ হবেনা...?
২) ধরলাম আকদ কাবিন সব করিয়ে দেয়া হলো, এখন এই ২-৩মাস পিত্রালয়ে থাকাকালীন সময়ে স্ত্রী চায়না তার স্বামী শ্বশুর বাড়িতে বারবার আসুক (দৃষ্টিকটু লাগে) । এক্ষেত্রে স্বামীকে কষ্ট দেয়ার কারণে গুনাহ হতে পারে...?

বি:দ্র:
আমি জানিনা কাবিন কি, আকদ সম্পর্কে ও বিস্তারিত জানিনা, বড়জনদের কাছে কিছু কিছু জেনেছি (আপুরা কাবিনের পর কথা বলেছিলো দুলাভাই এর সাথে, পরে বিয়ের দিন আকদ করানো হয়েছিলো, সবাই বলতো আকদ ছাড়া কথা বললে গুনাহ হবে)। একটু বিস্তারিত জানালে মুনাসিব হয় ইং শা আল্লহ ।

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিবাহ শুদ্ধ হওয়ার জন্য ইজাব কবুল হওয়া শর্ত। ইজাব কবুলের মধ্যে একটি অতীতকাল বাচক এবং অন্যটি বর্তমান বা ভবিষ্যত কাল বাচক হলেও বিবাহ শুদ্ধ হয়ে যায়। উভয়টি অতীতকাল বাচক হওয়া শর্ত নয়। যে কোনো একটি অতীতকাল বাচক হলেই বিবাহ শুদ্ধ হয়ে যাবে। 
لما في الفتاوي الهندية ج ١- ص:٢٧٠
ينعقد بالإيجاب والقبول وضعا للمضي أو وضع أحدهما للمضي والآخر لغيره مستقبلا كان كالأمر أو حالا كالمضارع،
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/69202

আল্লামা হাসক্বফী রা বলেনঃ 
(وَ) شُرِطَ (حُضُورُ) شَاهِدَيْنِ(حُرَّيْنِ) أَوْ حُرٌّ وَحُرَّتَيْن (مُكَلَّفَيْنِ سَامِعَيْنِ قَوْلَهُمَا مَعًا)
দু'জন স্বাধীন পুরুষ অথবা একজন স্বাধীন পুরুষ ও দু'জন স্বাধীন মহিলা সাক্ষী হিসেবে উপস্থিত থাকতে হবে,যারা শরীয়তের বিধি-বিধান পালনে দায়বদ্ধ থাকবে,এবং একসাথে উভয় (স্বামী-স্ত্রী)র ইজাব-কবুল শ্রবণ করবে।(আদ্দুরুল মুখতার-৩/২২) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2679


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
দুজন সাক্ষীর সামনে ইজাব কবুল হওয়ার নামই হল আকদ। মূলত বিয়ে এই আকদের মাধ্যমেই হয়ে থাকে। কাবিন নামা হল, এই মৌখিক আকদের লিখিত রূপ। 

পাত্র পাত্রী মুখে কিছু না বলে, যদি কোনো প্রকার চাপে না পড়ে বরং নিজেদের সন্তুষ্টিতে কাবিন নামায় শুধুমাত্র দস্তখত করে থাকেন, তাহলে সহজতার স্বার্থে বিয়ে শুদ্ধ হওয়ার ফাতাওয়া প্রদাণই মুনাসিব হবে।তথাপি সতর্কতামূলক বিয়েকে দোহড়িয়ে নেওয়াই উত্তম।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/80073


সুতরাং 
(১) আকদ পরে করিয়ে এখন শুধু কাবিন নামা করালে, সতর্কতামূলক এই অবস্থায় পাত্র-পাত্রীর জন্য কথা না  বলাই মুনাসিব।

(২) আকদ কাবিন সব করিয়ে নেয়ার পর ২-৩ মাস পিত্রালয়ে থাকাকালীন সময়ে যদি স্ত্রী না চায় যে, তার স্বামী শ্বশুর বাড়িতে বারবার আসুক (দৃষ্টিকটু লাগে এ জন্য)। এক্ষেত্রে স্বামীকে কষ্ট দেয়ার কারণে কোনো গুনাহ না হলেও বিষয়টা সম্পূর্ণ অনুচিত। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...