ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
গাছের ও এক প্রকার জীবন রয়েছে। সেও আল্লাহর তাসবিহ পাঠ করে। এজন্য বিনা কারনে গাছের ডাল কেটে ফেলা যাবে না। বিনা কারণে গাছের ডাল কাটা যাবে না। গোনাহ হবে কি না? তা আল্লাহই ভালো জানেন।
(২)
মোটকথাঃ
কষ্টকর প্রাণীকে হত্যা করা জায়েয।এর জন্য বিকল্প রাস্তা গ্রহণ করা যেতে পারে।বিশেষ করে এমন পরিবেশ তৈরী করাই শ্রেয়, যা কষ্টদায়ক প্রাণীর জন্মের প্রতিবন্ধক হয়।এতেকরে প্রাণী হত্যার বিধিনিষেধ সম্ভলিত হাদীস সমূহের সাথে সাথে পরিবেশ রক্ষার হাদীস সমূহের উপরও আ'মল হয়ে যাবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/376
আগুন দিয়ে পুড়িয়ে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো প্রাণী যদি মানুষের জন্য উপদ্রবের কারণ হয়,তাহলে বিষ প্রয়োগ করে বা অন্য যেকোনোভাবে তাকে মেরে ফেলা যাবে,জায়েয রয়েছে।তবে অযথা কোনো প্রাণীকে হত্যা করা কখনো জায়েয হবে না।
(৩) খাবারের উপরে তেলাপোকার বিষ্ঠা পরলে, বিষ্ঠা ফেলে দিয়ে বাকি খাবার না খেয়ে, ঘৃনার কারনে ফেলে দিলে অপচয়ের গুনাহ হবে না।
(৪) কোনো হালাল খাবারকে অপছন্দ করলে কোনো গুনাহ হবে না।