১. সমাজকে ফলো করার ভয়াবহতা বর্ননা করতে গিয়ে আজকে, আজকে বউকে বলি," আমাদের সমাজের সবাই দাজ্জালের অনুসার হলে,আমরাও দাজ্জালকে অনুসরী হয়ে যাবো মনে হয়" এটা বলার সময় এটা মাথায় ছিলো না, দাজ্জালের অনুসরীরা তো কাফের হবে। বলার পরে বিষয়টা নিয়ে চিন্তায় পরে গেছি, এরুপ বলায় কি কুফর হয়েছে?
২. আমি বিনা টিকেটে কিছু ট্রেন ভ্রমন করেছিলাম, কিছু দিন আগে কিছু টিকেট কাটি, কিন্তু ট্রেন অনেক লেট ছিলো, এবং এর আগে আরেকটি ট্রেন যাবে এমন অবস্থা হয়ে যায়, তখন ওয়েবসাইটে দেখি ট্রেনের টিকেট ফিরত দেওয়ার অপশন আছে কিন্তু দিলে কোনো টাকা তারা ফিরত দিবে না, যা গেছে, তা গেছে। আমি ভাবলাম ট্রেনে যেহেতু আগে বিনা টিকেটে ভ্রমন করেছি সেই জন্য এই টাকা ফেরত না নেই, কাটাকাটি হয়ে যাবে। এভাবে কি আমার আগের হক আদায় হয়েছে.?