জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মহান আল্লাহ তা'আলা ইরশাদ করেনঃ-
ﻭَﻻَ ﺗُﻠْﻘُﻮﺍْ ﺑِﺄَﻳْﺪِﻳﻜُﻢْ ﺇِﻟَﻰ ﺍﻟﺘَّﻬْﻠُﻜَﺔِ ﻭَﺃَﺣْﺴِﻨُﻮَﺍْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻳُﺤِﺐُّ ﺍﻟْﻤُﺤْﺴِﻨِﻴﻦَ
তোমরা নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। আর মানুষের প্রতি অনুগ্রহ কর। আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালবাসেন।(সূরা বাক্বারা-১৯৫)
রাসূলুল্লাহ সাঃ বলেন,
( ﻻ ﺿَﺮَﺭَ ﻭَﻻ ﺿِﺮَﺍﺭَ )
ইসলামে নিজের ক্ষতি করা ও অন্যকে ক্ষতি পৌছানোর কোনো বিধান নাই।(সুনানু ইবনি মা'জা-২৩৪১)
নুসাইবা নামের অর্থ উপযুক্ত, ভদ্রমহিলা বা আভিজাত্য।
উবাদা বিন সামিত (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) ফায়সালা দেন অনুমোদিত নয় নিজেকে ক্ষতিগ্রস্ত করা এবং অন্যকেও।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ২৩৪০)
আবু সাঈদ খুদরি (রা.) থেকে অপর বর্ণনায় এসেছে, ‘ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহ্যও করা যাবে না। যে অন্যের ক্ষতি করল আল্লাহ তার ক্ষতি করবেন এবং যে তার সঙ্গে শত্রুতা করবে আল্লাহ তাকে শাস্তি দেবেন।’ (সুনানে দারাকুতনি, হাদিস: ৩০৭৯)
أُصُول (أَصْل)
[উছূল] শব্দের অর্থঃ-
নীতিমালা
নিয়মাবলী
বিধি-বিধান
রীতিনীতি
ধনসম্পত্তি
পরিসম্পদ
assets
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
"নিজের ক্ষতি করে অন্যের উপকার না করা"
অর্থাৎ যেখানে কাহারো উপকার করতে গেলে নিজের ক্ষতি হয়,সেক্ষেত্রে অন্যকে সেই উপকারটি না করা।
যাতে নিজের ক্ষতি না হয়।
এটাই জ্ঞানিদের কাজ,কেননা নিজের ক্ষতি করার অনুমোদন শরীয়তে নেই।
★উল্লেখ্য, এর সাথে উসুলূল আয়াত এর কোনো সম্পর্ক আছে বলে মনে হয়না।
উসুলূল আয়াত মানে আয়াতের নীতিমালা,আয়াতের
নিয়মাবলী।