একজন বোনের পক্ষ থেকে প্রশ্ন:
আসসালামু আলাইকুম
ক. ঝগড়ার সময় স্ত্রী হাসবেন্ড এর কাছে তালাক চাইতো।তখন হাসবেন্ড এসব কথা বলতো,"' 1.তোমার যা ইচ্ছা করো,
2তোমার দেয়ার হলে তুমি দাও/3.তুমি ই দাও/
4./তোমার বাসায় বলো এইসব/5.নোটিশ পাঠায় দিয়ো,সাইন করে দিবো(এটা কি সাময়িক অধিকার?
খ.
হাসবেন্ড বলসে,এই সংসার টিকবে না।তুমি টিকতে দিবা না
গ.হাসবেন্ড বলেছে সংসার করতে ভালো না লাগলে,সংসার না করার হলে,সংসার বাদ দিয়ে চলে যাও।রাগের মাথায় বলেছেন।নিয়ত করেন নি
ঘ.ঝগড়ার সময় স্ত্রী বলেছে,আমি অন্য বিয়ে করবো।/অন্য জামাই খুঁজবো।
হাসবেন্ড বলেছে," করলে করো।যা ইচ্ছা করো।/খুঁজলে খুঁজো।।
এসব রাগের মাথায় বলেছেন।কোনো কিছু ভেবে বলেন নি।
উপরোক্ত কথাগুলোর জন্য কি সমস্যা হবে? দয়া করে একটু যদি বলতেন
জাযাকাল্লাহ