জবাব
بسم الله الرحمن الرحيم
(০১)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
"আমি যখন কারো পরীক্ষা নিয়ে থাকি সেটা হল তার প্রতি আমার ভালবাসার বহিঃপ্রকাশ"
হুবহু এই শব্দে আয়াত হাদীস খুজে পাইনি।
,
তবে এই জাতীয় অর্থ বিশিষ্ট হাদীস আছে।
,
প্রিয়নবী (সা.) হাদিসে বলেন, ‘আল্লাহ যার ভালো চান তাকে দুঃখ কষ্টে ফেলেন। ’ (বুখারি, হাদিস নং: ৫৬৪৫)
হাদীসটির পূর্ণ রুপ হলোঃ
عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمٰنِ بْنِ أَبِي صَعْصَعَةَ أَنَّه“ قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ يَسَارٍ أَبَا الْحُبَابِ يَقُوْلُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُوْلُ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم مَنْ يُرِدْ اللهُ بِه„ خَيْرًا يُصِبْ مِنْهُ
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন তাকে তিনি দুঃখকষ্টে পতিত করেন। (বুখারী,আধুনিক প্রকাশনী- ৫২৩৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫১২৯)
হাদিসে রাসুল (সা.) আরো বলেন, ‘যদি কারো উপর কোনো কষ্ট আসে, আল্লাহ তাআলা এর কারণে তার গুনাহসমূহ ঝরিয়ে দেন; যেমনভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে। ’ (বুখারি, হাদিস নং: ৫৬৮৪)
,
(০২)
দুনিয়ার কোন প্রাণী অর্থাৎ মানুষ জীন অন্যান্য প্রানীর পক্ষে দুনিয়াতে থেকে আল্লাহকে দেখা সম্ভব নয়।
,
তবে স্বপ্নযোগের কথা ভিন্ন।