আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
45 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (5 points)
edited by

কোম্পানিতে জয়েন করার পূর্বে ফ্যাসিলিটি হিসেবে বলা হয়েছে চাকুরীজীবি, তার ওয়াইফ, ২ বাচ্চাকে কোম্পানি একটা লিমিট পর্যন্ত মেডিকেল ফ্যাসিলিটি দিবে।

জয়েন করার পর দেখা গেলো কোম্পানি এই ফ্যাসিলিটি টা দিয়ে থাকে ইন্সুইরেন্স কোম্পানির মাধ্যমে। অর্থাৎ মেইন কোম্পানি প্রত্যেক চাকুরিজীবীর জন্য ইন্সুরেন্সের প্রিমিয়াম পে করতে থাকে, যার এগেইন্সটে চাকুরীজীবিরা তাদের মেডিকেল এক্সপেন্স ইন্সুরেন্স কোম্পানির কাছে ক্লেইম করে এবং ইন্সুরেন্স কোম্পানি লিমিটের মধ্যে চাকুরিজীবীকে টাকা পে করে দেয়।
 

ইন্সুরেন্সের জন্য চাকুরীজীবিকে কোনো ধরনের টাকা দেয়া লাগেনা।


কোনো চাকুরিজীবি মেডিকেল ইন্সুরেন্স ক্লেইম না করলেও মেইন কোম্পানি ইন্সুইরেন্স কোম্পানি কে প্রিমিয়াম দিতে থাকবে, এটা তাদের পলিসি।


এখন চাকুরীজীবির জন্য এই ধরনের বেনেফিট নেয়া কি জায়েজ হবে? একটা প্রশ্ন ছিল একই রকম, তবে সেখানে কোম্পানির প্রিমিয়াম দেয়া নিয়ে ছিল না। ব্যক্তি ইন্সুইরেন্স কিনে এর প্রিমিয়াম দিলে হারাম হবে বুঝেছি। কোম্পানির ক্ষেত্রে এটা কেমন হবে? যেহেতু কোম্পানি থেকে সুবিধা দেয়ার চুক্তি চাকরির শুরুতেই ছিল এবং ইন্সুইরেন্স কোম্পানীর মাধ্যমে দিবে এটা উল্লেখ ছিলনা। 

প্রশ্ন হচ্ছে এই সুরতেও এটা হারাম হবে কিনা। নাকি নির্দিষ্ট কোনো পরিমাণ নেয়া জায়েজ হবে?  

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
বীমা নাজায়েয ও হারাম।কেননা কম্পানির পক্ষ্য থেকে মাসিক কিস্তিতে যে টাকা উসূল করা হয়, সেটা মূলত কম্পানির নিকট ঋণ হিসেবে থাকে। এবং পরবর্তীতে এ জমাকৃত টাকা তথা ঋণের বিপরিতে যে অতিরিক্ত টাকা গ্রহণ করা হয়,সেটা সুদ। আর সুদ হারাম। বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1204

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সাধারণত সকল প্রকার বীমা-ই নাজায়েয ও হারাম। শুধুমাত্র সরকারি বাধ্যতা মূলক বীমার রুখসত রয়েছে। কিন্তু যদি কোনো বীমায় নিজেকে টাকা দিতে না হয়, টাকা দেওয়া ব্যতিত এমনি এমনি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়, তাহলে সেই সুযোগ সুবিধা গ্রহণের রুখসত বা অনুমোদন ফুকাহায়ে কেরাম দিয়ে থাকেন। সুতরাং প্রশ্নের বিবরণমতে উক্ত চিকিৎসা সুবিধা গ্রহণের সুযোগ থাকবে। কেননা এই সুযোগ গ্রহণের বিপরীতে গ্রাহককে কোনো প্রকার টাকা দিতে হবে না।


মুফতি ওলী হাসান সাহেব, দারুল ইফতা বিন্নুরী টাউন থেকে প্রকাশিত একটি ফাতাওয়ায় লিখেন, 
سوال
میں ایک پاکستانی سعودی عرب میں مقیم ہوں ، سعودی عرب کے لیبر قوانین کے تحت ملازمین کے تمام طبی اخراجات کمپنی کو برداشت کرنے پڑتے ہیں،  لیکن ملازمین کے بیوی،  بچوں کے طبی اخراجات کمپنی کے ذمہ نہیں۔  ہماری کمپنی ایک نئی اسکیم رائج کر رہی ہیں جس کے تحت بیوی،  بچوں کے اخراجات بھی کمپنی ہی برداشت کرے گی بشرطے کہ ملازم ایک انشورنس (بیمہ)  کا فارم بھر کر اور دستخط کر کے دے۔ کمپنی بیوی،  بچوں کے طبی اخراجات ادا کر دے گی اور خود انشورنس کمپنی سے یہ پیسہ وصول ہو جائے گا۔  انشورنس پریمیم یعنی انشورنس کمپنی کی فیس ہماری کمپنی خود ادا کرے گی ہمیں کوئی حصہ بھی برداشت نہ کرنا ہوگا۔ میرا جو کمپنی کے ساتھ معاہدہ ہے،  اس میں کہیں یہ نہیں لکھا ہوا کہ وہ میرے بیوی،  بچوں کے طبی اخراجات اٹھائے گی،  لیکن سعودی عرب میں طبی اخراجات بےانتہاء  مہنگے ہیں  اس لیے دل چاہتا ہے کہ اس اسکیم میں شرکت کر لوں۔  آیا میرے لیے جائز ہے یا نہیں ؟

جواب
جب ملازم اس بیمہ اسکیم میں کوئی رقم ادا نہیں کرتا اور سب کچھ حکومت کرتی ہے تو اس قسم کا بیمہ جائز ہے ۔
(فتوی نمبر: 395، بتاریخ:  30 شعبان، 1400ھ)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...