আমার নানাভাই ০৮ নভেম্বর ২০২৪ রাত ৯.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। অনেক ভালো মানুষ ছিলো, নিজে অন্যের দ্বারা নির্যাতিত হয়েছে কিন্তু কখনো কাউকে আঘাত করেনি। নানাভাই গত প্রায় ৩ মাস ধরে পেটের ব্যাথ্যা, কোমরে ব্যাথ্যা ছিলো, যার কারণে ঘুমাতে পারত না। প্রথম প্রথম রাত ১/২ টার দিকে ঘুমাতে পারতো, কিন্তু পরে তীব্র ব্যাথ্যার কারণে সারারাত জাগনা থাকতো, নিঃশব্দে কান্না করত। চিকিৎসার করানোর পর প্রথমে আলসার ধরা পড়েছিলো, পরে অপারেশন করা হয়েছে, কিন্তু ভালো হয়নি, শেষের দিকে শরীর শুকিয়ে গিয়েছিলো, তীব্র শ্বাসকষ্ট হয়েছে, কথা বলতে কষ্ট হয়েছে (মুখের কাছে কান নিয়ে শুনতে হয়ছে)। মৃত্যুর আগে গলার তাবিজটা ফেলে দিছে (একজন আলেম এই কারনে দিয়েছিলো যাতে কেউ যাদু করে থাকলে তা কেটে যায়), একটা ড্রাগন ফল খাইতে দিছিলো, কিন্তু ফল মুখে দিয়েছে, কিন্তু পেটে যেতে পারে নাই (সম্ভবত গলায় গিয়েছিলো, মারা যাওয়ার পর মুখ দিয়ে ফলের রস বের হয়েছে)।
আমার প্রশ্নগুলো হচ্ছে-
১. আমার নানার মৃত্যুটা কী শুক্রবার ধরা হবে?
২. নানার মৃত্যুর লক্ষণগুলো কী ভালো?
৩. আমার নানা কী শাহাদাতের মর্যাদা পাবে?
৪. নাতি হিসেবে আমি কোন কোন আমল করলে আমার নানাভাই সওয়াব পাবে?
৫. অসুস্থ থাকার কারণে আমার নানাভাইয়ের গুনাহ কী মাফ হয়েছে?