বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
ﻭَﻗَﺮْﻥَ ﻓِﻲ ﺑُﻴُﻮﺗِﻜُﻦَّ ﻭَﻟَﺎ ﺗَﺒَﺮَّﺟْﻦَ ﺗَﺒَﺮُّﺝَ ﺍﻟْﺠَﺎﻫِﻠِﻴَّﺔِ ﺍﻟْﺄُﻭﻟَﻰ ﻭَﺃَﻗِﻤْﻦَ ﺍﻟﺼَّﻠَﺎﺓَ ﻭَﺁﺗِﻴﻦَ ﺍﻟﺰَّﻛَﺎﺓَ ﻭَﺃَﻃِﻌْﻦَ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺭَﺳُﻮﻟَﻪُ ﺇِﻧَّﻤَﺎ ﻳُﺮِﻳﺪُ ﺍﻟﻠَّﻪُ ﻟِﻴُﺬْﻫِﺐَ ﻋَﻨﻜُﻢُ ﺍﻟﺮِّﺟْﺲَ ﺃَﻫْﻞَ ﺍﻟْﺒَﻴْﺖِ ﻭَﻳُﻄَﻬِّﺮَﻛُﻢْ ﺗَﻄْﻬِﻴﺮًﺍ
তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে-মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে।
(সূরা-আহযাব-৩৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মেয়েদের জন্য অহেতুক বাড়ির বাইরে যাওয়া এবং করা ঘুরাঘুরি উচিত নয়। তবে যদি স্বামী না যেতে চাইলে আপনার উপর রাগ করে। তাহলে সম্পূর্ণ পর্দা রক্ষা করে তার সাথে দূরে ঘুরতে যেতে পারেন।
حدودِ شرعیہ میں رہتے ہوئے شوہر کے ساتھ چلی جائے اور اس کی عصمت و عفت کو خطرہ نہ ہو تو گنجائش ہے، اور شوہر کو روکنے کا بھی حق ہے، اس وقت شوہر کی اطاعت واجب ہے۔واللہ تعالیٰ اعلم
فتوی: 304=238/ھ
دارالافتاء،
دارالعلوم دیوبند -