আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সহশিক্ষা এবং জেনারেল শিক্ষা নিয়ে ইতিমধ্যেই ফাতওয়া রয়েছে। আমার প্রশ্ন বর্তমান জেনারেল শিক্ষাব্যবস্থা নিয়ে। যেহেতু বিদ্যমান বিশ্ব ব্যবস্থাই কূফরি সিস্টেম দ্বারা পরিচালিত সেহেতু জেনারেল বিদ্যমান জেনারেল শিক্ষাব্যবস্থা, যা এই বিশ্বব্যবস্থারই অন্যতম অনুসঙ্গ এটা কী একজন মুসলিমের জন্য হালাল নাকি হারাম? কেবল পর্দা এবং ফ্রি মিক্সিং এর বিষয় ছাড়াও যেহেতু অনেক প্রায় সব সাবজেক্টেই কিছু না কিছু আক্বিদা বিরোধী কথা/মতবাদ থাকে, যা মুসলিমদের ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়, অনেকে নাস্তিক/দ্বিধাগ্রস্ত হয়, সেক্যুলার/ধর্মহিতার আদর্শকে গ্রহণ করে নেয় ইত্যাদি কারন বিবেচনায় এই শিক্ষা ব্যবস্থা কী মুসলিমদের জন্য হারাম নাকি হালাল? আমরা যারা বাধ্য হয়ে পড়ছি তারা কী হারাম জেনেই পড়বো নাকি এটাকে হালাল মনে করবো?