আমি স্বপ্নে দেখি বিদেশে তাবলীগ জামাতে গিয়েছি। সেখানে নানারকম পেরেশানিতে পরি। প্রথমে ব্যাগ হারিয়ে ফেলি, পরে একসময় জামাত থেকেই হারিয়ে যাই। অনেক পরে জামাত খুজে পাই। সেখানে যাওয়ার পর সাথীরা নানা কথা বলতে থাকে।
এসময় সাথীরা নয় অদৃশ্য কে যেন বলে-
সে কবুলিয়ত আর এতমিনানের সাথে তাবলীগ করেনা, করে ফেরারী আর জবরদস্তির সাথে।
এসময় আমার ঘুম ভেঙ্গে যায়। সাথে সাথে আমার মনে কে যেন বলে, এটা ছেড়ে দিলেইতো সন্ধি হয়ে যায়। (কী ছাড়তে বলেছে, তা নিচে উল্লেখ করেছি)।
এসময় আমার ঘুম পুরোপুরি ছুটে যায়। আমি মনে মনে বলি- সন্ধিরতো শর্ত থাকে। এক্ষেত্রে শর্ত কী হবে?
আমাকে বলা হয়, পূর্বের গুনাহ মাফ করে দেয়া হবে, আপন করে নেয়া হবে। আপাতত এ দুটোই । পরে আরো বাড়ানো যেতে পারে।
আমি বললাম, আমি সন্ধি করে নিলাম।
পরে আমি ভাবতেছিলাম, বিষয়টা কি কারো সাথে শেয়ার করব? মনে আসলো- শেয়ারের অনুমতি দেয়া হলো।
উল্লেখ্য, যে বিষয়টা ছেড়ে দিতে বলা হয়েছে, সেটা হলো- আমি কম্পিউটার ব্যবহার করে অনলাইনে উপার্জন করার জন্য বেশ অনেক বছর যাবত ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে থাকি। বর্তমানে আমার শিখা প্রায় শেষ এবং কাজ করার উপযোগি হয়ে উঠেছি। কিন্তু এটা করার জন্য আমাকে লম্বা সময় কম্পিউটারে বসে থাকতে হয়।
আমি JavaScript, React JS এর কাজ শিখেছি। এখন প্রজেক্ট তৈরী করতে পারি। ফলে মার্কেটপ্লেস এ কাজ করে উপার্জন করতে সক্ষম।
এ অবস্থায় আমি কি ফ্রিল্যান্সিং(ওয়েবসাইট ডেভেলপমেন্ট) এর কাজ শিখা/উপার্জনের চেষ্টা ছেড়ে দিব? নাকি চালিয়ে যাব?