আসসালামু আলাইকুম।
আমার আপুর বাচ্চা অনুবাদ সহ কুরআনের উপর প্রস্রাব করে ফেলেছে। বাচ্চাটা অনেক ছোট। এখনো ঠিক মতো কথা বলা শিখেনি। আমারাই ওর দিকে খেয়াল রাখিনি। আমরা এই গুনাহ থেকে কিভাবে তাওবাহ্ করব? কুরআনটির পাতা ভিজে গেছে। কুরআনটিকে কীভাবে পবিত্র করতে পারি? এই কুরআন যদি পবিত্র না করা যায় তাহলে কী করনীয়? কুরআনের কভারে অনেক প্রস্রাব লেগেছে আর , পৃষ্ঠার কীনারে হালকা প্রস্রাব লেগেছে।