আসসালামু আলাইকুম।
বিয়ের পর স্বামী স্ত্রী আলাদা বাসায় থাকলে স্বামীর মা বাবার মধ্যে যেকোনো একজনের অবর্তমানে আরেকজন একা হয়ে পড়ে।
এক্ষেত্রে কি স্বামীর উচিত হবে না যে ওই একজন মা/বাবাকে ছেলের সংসারে একসাথে থাকতে দেয়া? কেননা বৃদ্ধ বয়সে অসুস্থতা একটা সমস্যা। আবার অসুস্থ না হলেও একাকীত্ব এর কারণেও সমস্যা হয়, যেমন রাতে একা ঘুমানো পুরো একা বাসায়।
ইসলাম ঠিক এই পরিস্থিতে কি সমাধান দেয়?
জাযাকাল্লাহ খায়রান।