আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
42 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (65 points)
আল্লাহুম্মা জাম্মিলহু নুর এর অর্থ যদি আল্লাহ আপনি তাকে নূর দ্বারা সুন্দর বানান তাহলে এখানে 'আমাকে বানান' শব্দের জন্য কিভাবে দোআ টি পাঠ করবো?এবিষয়ে সার্চ করেছি কিন্তু পেলাম না। এবং এটা কি সুন্নতসম্মত কোনো দোআ?যদি না হয় তবে এমনি দোআ হিসেবে পাঠ করা যাবে কি?


এক জায়গায় দেখলাম বর্তমানের বড় ওলামাগন আল্লাহর ৯৯ নামের জিকির কে বিদআত বলেছেন,যেমন স্পেসিফিক নাম রিজিক দেয় তাই এত এত বার পাঠ করা,কিংবা এত বার পাঠ করলে ওমুক সুফল হবে বা দুর্ভোগ কেটে যাবে।এভাবে পরলে নাকি বিদআত হবে।কিন্তু মাওলানা ওমর পালনপুরীর (রহ.) একটা কিতাবই আছে ৯৯ নামের ফজীলত নিয়ে তাহলে তারা কি বিদআত প্রচার করতেন!তারা তো বড় আলেম ছিলেন।এ বিষয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের মত কি?

1 Answer

0 votes
by (574,800 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
আল্লাহ তায়ালার কাছে রূপের সৌন্দর্যই আসল সৌন্দর্য নয় । বরং ইমান এবং আমলে সৌন্দর্যই প্রকৃত সৌন্দর্য। হাদিস শরিফে রাসুলুল্লাহ সা. ইরশাদ করেন

إِنَّ الله لا يَنْظُرُ إِلى أَجْسامِكْم، وَلا إِلى صُوَرِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ " رواه مسلم.

নিশ্চয়ই আল্লাহ তায়ালা তোমাদের দেহাবয়ব এবং রূপের সৌন্দর্য দেখেন না। তিনি দেখেন তোমাদের হৃদয়ের সৌন্দর্য কাজেই আমাদের উচিত চেহারার সৌন্দর্যের প্রতি অধিক মনোনিবেশ না করে অত্মিক সৌন্দর্য হাসিলে ব্রতী হওয়া আল্লাহ তায়ালা আমাদের তাওফিক দান করুন।

উলামায়ে কেরামগন লিখেছেন যে,
কিছু আমল এমন আছে, যেগুলো করলে অত্মিক সৌন্দর্যের সাথে সাথে দৈহিক এবং চেহারার সৌন্দর্যও বৃদ্ধি পায়। 

১. ইসলামী শরিয়তের এহতেমাম করা।

২. হালাল হারাম বিচার করে চলা।

৩. নিয়মিত পাঁচওয়াক্ত নামাজ পুরুষ হলে জামাতে নারী হলে ঘরে আদায় করা।

৪. সদা পর্দাপুশিদার সাথে চলা।

৫.নিয়মিত জিকির করা।

৬. মেসওয়াক করা।

৭. সর্বদা সুন্নতী জিন্দেগীর প্রতি যত্নশীল হওয়।

এছাড়াও হাদিস শরিফে একটি দোয়া আছে যা প্রত্যেক মুসলিম নরনারীর পড়া উচিত। বিশেষত আয়নায় নিজের চেহারা দেখার সময় নিচের এই ছোট্ট দোয়াটি পাঠ করা।

اللهم أَحسَنْتَ خَلْقي فأَحْسِنْ خُلُقي

দোয়াটি: উচ্চারণ- আল্লাহুম্মা আহসান্তা খালক্বি, ফাআহসিন খুলুক্বি।

অর্থ- হে আল্লাহ! আপনি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আপনি আমার চরিত্রকে সুন্দর করে দেন।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে 'আমাকে বানান' শব্দের জন্য "আল্লাহুম্মা জাম্মিলনি বিন নুর/আল্লাহুম্মা জাম্মিলনি নুরান" দোআ টি পাঠ করতে পারেন।

হাদীসে উক্ত দোয়া পাইনি।
তবে উক্ত দোয়া পড়া যাবে।
(কিছু তথ্য সংগৃহীত।

(০২)
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﺃﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ; ﺇِﻥَّ ﻟِﻠَّﻪِ ﺗِﺴْﻌَﺔً ﻭَﺗِﺴْﻌِﻴﻦَ ﺍﺳْﻤًﺎ ﻣِﺎﺋَﺔً ﺇِﻟَّﺎ ﻭَﺍﺣِﺪًﺍ ﻣَﻦْ ﺃَﺣْﺼَﺎﻫَﺎ ﺩَﺧَﻞَ ﺍﻟْﺠَﻨَّﺔَ
নবীজী সাঃ বলেন,নিশ্চয় আল্লাহর নিরান্নব্বইটা নাম রয়েছে,যে ব্যক্তি তা মুখস্থ করবে এবং  ঈমান ও আমলের সাথে ডাকবে সে জান্নাতে প্রবেশ করবে।(সহীহ বুখারী-২৭৩৬)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কুরআন হাদীস থেকে আল্লাহর ৯৯ নাম দিয়ে বিশেষ পদ্ধতির কোনো আমল বর্ণিত নেই।
তবে এগুলো কিছু বুযুর্গানে দ্বীনদেরপরিক্ষিত আমল।
এক্ষেত্রে শরীয়তের নীতিমালা হলো ইবাদতের নিয়তে না করে,এবং জরুরী মনে না করে যদি চিকিৎসার নিয়তে এসব আমল করে,তাহলে কোনো সমস্যা নেই। 
জায়েজ আছে।

অনেকেই এর আমল করেন এবং মানুষকে আমল করতে উদ্ভুদ্ধ করেন।

তবে কিছু ইসলামী স্কলারগন বিদয়াত বলেন।

সুতরাং তাদের মতানুসারী গন সেই মত অনুযায়ী আমল করতে পারবেন।

আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...