আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,
আজ স্বপ্নে দেখতে পাই- আমি,আমার এক চাচাতো বোন আর আমার দুইজন বান্ধবী পানির মাঝেই রাউন্ড টাইপের কিছু একটা জিনিসের উপর উঠে ঘুরতেসিলাম।তো ওইখানে হঠাৎ একটা সাপ দেখতে পাই।সাপটা আমাদের দিকে তাকিয়ে হাসতেসিলো।আমার চাচাতো বোন সবার সামনে ছিলো,তাই ও সাপটিকে জোরে করে ধরে,কিন্তু মারতে পারে না।সাপটা ঘুরতেসিলো বারবার।পরেরবার পেছন দিয়ে ঘুরে আমার সামনে আসে যেহেতু আমি সবার পেছনে ছিলাম। আমিও সাপটাকে ধরি,,কিন্তু ভয় পেয়ে আবার ছেড়ে দেই।
তারপর আমরা ওখান থেকে বের হয়ে রাস্তায় এলে দেখতে পাই অসংখ্য মাঝারি ও বড় সাইজের সাপ দিয়ে শহর ভরে যাচ্ছে।এমন সাপ যেগুলো মানুষ গিলে ফেলে।আমরা দৌড়ানোর সময় আমার চাচাতো বোনটাকে একটা সাপ গিলে ফেলে। তারপর আমি আর আমার দুই বান্ধবী তাড়াতাড়ি গাড়িতে উঠি,আমি তখন অনেক কান্না করতেসিলাম আর আমার আম্মুকে কল করে বলি যে আম্মুরা যাতে কেউ বাইরে বের না হয়।তারপর আমি বাসায় পৌঁছে দরজা জানালা বন্ধ করে সবাইকে নিয়ে বসে থাকি। পরবর্তীতে নিউজ দেখে জানতে পারি যে,,আস্তে আস্তে সাপের সংখ্যা কমে যাচ্ছে।কিন্তু তবুও আমি দরজা খুলতে চাচ্ছিলাম না,তারপর আমার আব্বু আর ভাইয়া জোর করে দরজা খুলে দেখায় যে,আমাদের এলাকায় কোনো সাপ নেই।
আমি এর আগে কখনোই স্বপ্নে সাপ দেখিনি,এই প্রথম দেখলাম।ফজরের নামাজ পড়ার পর খারাপ লাগতেসিলো তাই শুয়েছিলাম,তখন ই স্বপ্নটা দেখেছি।