ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) রাসুল সাঃ কে মনে মনে ইচ্ছাকৃত গালি দিলে সে কাফের হয়ে যাবে।
(২) কোনো বিষয় জানা না থাকলে মনে মনে বা প্রকাশ্যে এটাই বলতে হবে যে, আল্লাহ-ই ভালো জানেন। এভাবে বলাই উচিৎ।
(৩) যত জায়েজ জিনিস আছে আল্লাহ পাক এর কাছে চাওয়া যায় কিন্তু কেউ না জেনে নাজায়েজ জিনিস চাইলে তার ইমানে কোনো সমস্যা হবে।হ্যা, জানার পর তাওবাহ করে নিতে হবে।
(৪) ইসলামের বিধান নফল থেকে ফরজ যেকোনো বিধান কে মুখ দিয়ে উচ্চারণ করে গালি দিলে ঈমান বাকী থাকবে না।
(৫) ইসলামের বিধান নফল থেকে ফরজ যেকোনো বিধান কে মনে মনে ইচ্ছাকৃত গালি দিলে ঈমান বাকী থাকবে না।
(৬) জালিম এবং জুলুমের সহকারীদের উপর আল্লাহ রাগান্বিত থাকেন, তাদের উপর দুনিয়ায় বা আখিরাতে আল্লাহ পাক দয়া করবেন না।