আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
45 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (11 points)
reshown by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
১. পাত্র পাত্রী দেখাদেখির পর্বে বা পাত্রপক্ষ হতে পাত্রীকে রিং পরানো হলে পাত্র, পাত্রী কী একে অপরকে কোনো ফ্রুটস বা খেজুর বা অন্যকোনো খাবার কী খাইয়ে দিতে পারবে? বিয়ে হওয়ার আগে নন মাহরাম এখানে একজন ননমাহরামকে খাবার খাইয়ে দেয়া! এই বিষয়টা কী জায়েজ?
২. পাত্রীপক্ষের সামর্থ্য থাকা সত্ত্বেও কী ১০-১৫ জন মানুষকে বরযাত্রী হিসেবে না চায় শুধু পাত্র এবং পাত্রের সাথে যেক সেটা হারাম খাবার হবে ?

জাযাকুমুল্লহু খইরন

1 Answer

0 votes
by (606,150 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পাত্র-পাত্রীর পরস্পর দেখা সাক্ষাৎ ও আলাপ চারিতার কয়েকটি মূলনীতি-
(১)খালওয়াত হতে পারবে না।
(২)মুবাহ বিষয় ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে না।
(৩)ফিতনা থেকে নিরাপদ থাকতে হবে।যদি কামভাব জাগ্রত হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়,অথবা কোনো একজন উপভোগ করতে শুরু করে নেয়,তাহলে তখন সেটা হারাম হয়ে যাবে।
(৪)মহিলা নরম ভাষায় কথা বলতে পারবে না।
(৫)মহিলা পূর্ণ হেজাব তথা কবজা পর্যন্ত হাত,টাখনু পর্যন্ত পা,এবং মুখ ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখবে।
(৬)প্রয়োজন অতিরিক্ত কথাবর্থা বলা যাবে না।
যখন এই সব শর্ত পাওয়া যাবে, তখনই মূলত পাত্র-পাত্রী পরস্পর আলোচনা ও দেখা সাক্ষাৎ করতে পারবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2898

প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) পাত্র পাত্রী দেখাদেখির পর্বে বা পাত্রপক্ষ হতে পাত্রীকে রিং পরানো হলে পাত্র, পাত্রী একে অপরকে কোনো ফ্রুটস বা খেজুর বা অন্যকোনো খাবার খাইয়ে দেওয়া জায়েয হবে না।

কেননা এখানে বিয়ে হওয়ার আগে একজন নন মাহরাম  অন্য ননমাহরামকে খাবার খাইয়ে দিচ্ছে। এজন্য এটা জায়েয হবে না।

(২) পাত্রের সাথে পাত্রের বাবা ভাই দু-চারজন যেতে পারবে। এটা নিন্দনীয় হবে না।তবে এত্থেকে বেশী, চায় ঘরের লোকজনই হোক না কেন, সেটা নিষিদ্ধ বরযাত্রী প্রথায় চলে যাবে। এটা জায়েয হবে না।

جب دولہن کو رخصت کراکر لانے کا ارادہ ہو تو لڑکا اپنے والد ، بھائی یا خاندان کے دو چار موٴقر لوگوں کے ساتھ چلا جائے اور دولہن کو بعد نکاح رخصت کراکر لے آئے، یہی شرعی طریقہ ہے، رسم کے طور پر بڑی تعداد میں لوگوں (خواہ وہ گھر کے افراد ہی کیوں نہ ہوں) کو لے جانا قابل ترک ہے، رسم کی پابندی کے طور پر لوگوں کو لے جانا ہی درحقیقت ”بارات“ ہے خواہ لوگ کم (۱۰-۲۰) ہوں یا زیادہ؛ باقی ضرورت (مثلاً دولہن کے گھر والوں سے بات چیت کرنے یا راستہ کے خطرہ کے پیش نظر) کے تحت دو چار افراد کو لے جانا یہ ”بارات ممنوعہ“ نہیں ہے، ایسا کرنا شرعاً جائز ہے۔
فتوي نمبر : 1250-969/SN=1/1440
دارالافتاء،
دارالعلوم دیوبند

(৩) যদি বাসার পাশে জমি ফাকা থাকে, তাহলে মালিকের অনুমতি ব্যতিত সেখানে শাকসবজি উৎপাদন জায়েয হবে না।  eporcha ওয়েবসাইট দিযে আজকাল সহজেই জায়গার মালিক খুজে পাওয়া যায়। কিভাবে খুজে বের করবেন, সেটা ইউটিউব টিউটোরিয়াল দেখে শিখে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...