আর্জেন্ট :
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উস্তাজ। অনলাইনভিত্তিক একটা কাজ আছে। যেখানে বেশিরভাগ সময় দিতে হয়। Taskwave নামের একধরনের কোম্পানি। যা অফলাইনে অফিসে করা যায় এবং অনলাইনেও করা যায়। ৫-৬ ঘন্টা ইজি টাইম এবং বেশি হলে ৮ ঘন্টা সময় দিতে হয়। কাজটা হচ্ছে- কোডিং সিস্টেম। বিভিন্ন অ্যাপ (Alipe, discord, facebook, DiDi) প্রোডিউস করা এবং কোড আনা। মানসিক চিন্তার মাধ্যমে কাজ সম্পন্ন করা। এখানে মূল বিষয়টি হচ্ছে - কোড আনা। কোড কপি পেইস্ট করে নিয়ে আসা। বিভিন্ন vpn ইউজ করতে হয়।
এখানে পেমেন্ট সিস্টেম হচ্ছে-
যদি কেউ ১০০ কোড আনতে পারে তাহলে ৬০ পয়সা। ১০০ কোড আনতে মোটামুটি ১.৫/২ ঘন্টা সময় লাগে। হিসেব রাখে তারা, কে কতক্ষণ কাজ করছে। রেগুলার ৮ ঘন্টা করে কেউ সময় দিলে মান্থলি ১৫-২০ হাজার ইনকাম করা যায়। এর বেশি সম্ভব নাহ্।
টাকা আসে ইউরোর মাধ্যমে। লিডার সেই টাকাকে কনভার্ট করে কর্মীদের কাজ অনুযায়ী মাসিক বেতন দেয়।
- এরপর যখন থেকে নিজে টাকা withdraw করার মতো যোগ্যতা হবে অর্থাৎ মাসে কেউ অন্তত ১০০০ টাকার মতো ইনকাম করতে পারবে তখন সে নিজের একাউন্ট খুলতে পারবে। এই ফ্যাসিলিটি জাস্ট মেয়েদের জন্য রাখা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে ৩০০০ টাকা হলে একাউন্ট করতে পারবে। এই একাউন্ট করতে হলে নিজের NID এর নাম্বারটুকু দেয়া লাগবে। পরিচয়পত্র এর প্রয়োজন। ছবি দেয়া না দেয়া ব্যপার না। মূলত কাজের সময়ের উপর টাকাটা ডিপেন্ডেবল। এটা ক্রিপ্টোকারেন্সি সাইট নয়। যিনি কাজ করে তার থেকে শোনা। কোথা থেকে আসে সেটা জানা আছে। বিভিন্ন দেশের অ্যাপ এর কোড বের করা হলো কাজ।
এখন আমার প্রশ্ন হলো - এই কাজ টা কি সম্পূর্ণভাবে হালাল হবে নাকি হারাম? লিডার যিনি তিনি অফিসে বসে কাজ করেন। এবং অনলাইনেও এই কাজটা অনেকে করে। আমি এটা নিয়ে জানিনা যে হালাল নাকি হারাম। তবে জানতে চাই। আল্লাহর দয়া নাকি পরীক্ষা বুঝতেসিনা। দ্রুত জানা দরকার। মেহেরবানী করে জানাবেন।