আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
60 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (16 points)
closed by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ সম্মানিত উস্তায।
কয়েকজন পুরুষ একত্রে বসে রাস্তার পাশে,ক্যান্টিনে বা কোনো টি স্টলে বসে আমাদরে রসূল সঃ কে নিয়ে হাসাহাসি করে।এবং পাশ দিয়ে যদি কোনো মেয়ে যায় এবং সে শুনতে পায় যে তার রসূল সঃ কে নিয়ে হাসাহাসি বা খারাপ ইঙ্গিতে কথা বলতেছে।তখন ইচ্ছে তো সবগুলোরে মূহুর্তেই পৃথিবীতে থেকে বিদায় দিয়ে দেই

উক্ত পরিস্থিতিতে মাহরাম,নন মাহরাম ঘটিত কোনো প্রকারের মাসলায়া আসবে কী?বিস্তারিত জানাবেন ইংশাআল্লহ মিন ফাদলিক।

জাযাকুমুল্লহু খইরন ফিদ-দুনইয়া ওয়াল আখিরহ
closed

1 Answer

0 votes
by (62,190 points)
selected by
 
Best answer

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

জবাবঃ-

https://ifatwa.info/4962/ নং ফাতাওয়ায় বলেছি যে,

আল্লাহ তা'আলা বলেন,

وَلَئِنْ سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنْتُمْ تَسْتَهْزِئُونَ * لا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ إِنْ نَعْفُ عَنْ طَائِفَةٍ مِنْكُمْ نُعَذِّبْ طَائِفَةَ بِأَنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ

আর যদি তুমি তাদের কাছে জিজ্ঞেস কর, তবে তারা বলবে, আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করছিলাম। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তাঁর হুকুম আহকামের সাথে এবং তাঁর রসূলের সাথে ঠাট্টা করছিলে?

ছলনা কর না, তোমরা যে কাফের হয়ে গেছ ঈমান প্রকাশ করার পর। তোমাদের মধ্যে কোন কোন লোককে যদি আমি ক্ষমা করে দেইও, তবে অবশ্য কিছু লোককে আযাবও দেব। কারণ, তারা ছিল গোনাহগার।(সূরা তাওবাহ-৬৫-৬৬)

হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত

عن عبد الله بن عباس رضي الله عنهما قال: كانت أم ولد لرجل كان له منها ابنان مثل اللؤلؤتين، وكانت تشتم النبي صلى الله عليه وسلم فينهاها ولا تنتهي ويزجرها ولا تنزجر، فلما كان ذات ليلة ذكرت النبي صلى الله عليه وسلم فما صبر أن قام إلى مغول فوضعها في بطنها ثم اتكأ عليها حتى أنفذها، فقال رسول الله صلى الله عليه وسلم: أشهد أن دمها هدر. قال الحاكم: هذا حديث صحيح الإسناد على شرط مسلم ولم يخرجاه.

মর্মার্থ-

একটি বাদী যার দু'টি সন্তান ছিলো।সে রাসূলুল্লাহ সাঃ কে গালি দিতো।তার মুনিব তাকে অনেকবার বুঝানোর চেষ্টা করার পরও গালি দিতে থাকল।অবশেষে একদিন ঐ বাদিটি রাসূলুল্লাহ সাঃ কে গালী দিচ্ছিলো।এমতাবস্থায় ঐ মুনিব বাদীটিতে হত্যা করল।রাসূলুল্লাহ সাঃ এর কাছে সংবাদ পৌছলে রাসূলুল্লাহ সাঃ বললেন।ঐ বাদীর রক্ত মূল্যহীন। তথা হত্যা করা নাজায়েয ও হারাম হয়নি।(মুস্তাদরাকে হাকীম)

উক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে,রাসূলুল্লাহ সাঃ কে অপমাণ ও অবমাননা করলে তাকে হত্যা করা বৈধ।ফুকাহায়ে কেরাম বলেন,বৈধ হলেও নিজ হাতে আইন তুলে নিয়ে হত্যা করা মাকরুহ।বিস্তারিত জানুন-২৬৮৯

ফুকাহায়ে কেরাম উল্লেখ করেন,রাসূলুল্লাহ সাঃ কে যে ব্যক্তি গালী দিবে,তাকে হত্যা করা ওয়াজিব।তবে এ দায়িত্ব সরকারের।এ আইনকে নিজ হাতে তুলে নেয়া যাবে না।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

কারো সামনে যদি কেউ রাসূলুল্লাহ সাঃ কে গালী দেয়,তাহলে তাকে হত্যা করা বা গায়ে হাত তুলা ব্যতীত রাগ ও ঘৃণার যত রকম পদ্ধতি হতে পারে,সবগুলোই করতে হবে।ব্লাসফেমি আইন তথা রাসূলুল্লাহ সাঃ কে অবমাননার আইন মৃত্যুদণ্ড। এই আইন প্রনয়ণের জন্য আন্দোলন করতে হবে।যতক্ষণ না আইন হচ্ছে,ততক্ষণ পর্যন্ত ঘরে বসা যাবে না।যখন আইন হয়ে যাবে,তখন এ ফরয দায়িত্ব প্রত্যেক মুসলমানের ঘাড় থেকে নামবে।সুতরাং যখন আইন হয়ে যাবে,এবং কারো পাশে বসে কেউ রাসূলুল্লাহ সাঃ কে গালী দিবে,তখন সাথে সাথেই পুলিশকে দলীল প্রমাণসহ ইনফর্ম করতে হবে।এবং করাটা ওয়াজিব।

প্রশ্নকারী প্রিয় দ্বীনি ভাই/বোন!

জ্বী! এক্ষেত্রেও পর্দার বিধান অবশ্যই পালন করতে হবে। নিজ হাতে আইন তুলে নেয়া যাবে না। তবে ঐ গালী দাতাকে বা শাতেমে রাসূলকে সর্বোচ্চ ঘৃণা করতে হবে। এবং তার ফাসী হওয়ার পূর্ব পর্যন্ত আন্দোলন সংগ্রাম সহ যাবতীয় সহায়ক সকল প্রকার চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...