ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অজু করার অনেক্ষণ পর অজু থাকা অবস্থায় যদি পায়ে সামান্য নাপাকি লাগে অতঃপর ঐ নাপাকিকে ধৌত করে নেয়া হয়, তাহলে অজু ভঙ্গ হবে না এবং এদ্বারা নামায পড়তেও কোনো সমস্যা হবে না।
(২)
বদলী হজ্ব সম্পর্কে তিরমিযি শরীফের এক হাদিসে বর্ণিত আছে.......
ﻋﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﺑﺮﻳﺪﺓ ﻋﻦ ﺃﺑﻴﻪ ﻗﺎﻝ : ﺟﺎﺀﺕ ﺍﻣﺮﺃﺓ ﺇﻟﻰ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻘﺎﻟﺖ : ﺇﻥ ﺃﻣﻲ ﻣﺎﺗﺖ ﻭﻟﻢ ﺗﺤﺞ ﺃﻓﺄﺣﺞ ﻋﻨﻬﺎ؟ ﻗﺎﻝ : ﻧﻌﻢ ﺣﺠﻲ ﻋﻨﻬﺎ
অর্থ- হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাঃ থেকে বর্ণিত,তিনি বলেনঃ একবার এক মহিলা নবী কারীম সাঃ এর কাছে এসে বলল,হে আল্লাহর রাসুল সাঃ আমার মা মারা গেছেন অথচ তিনি হজ্ব করেননি,আমি কি তার পক্ষ্য থেকে হজ্ব করতে পারব?নবী কারীম সাঃ উত্তরে বললেনঃহ্যা তুমি তার পক্ষ্য থেকে হজ্ব করতে পারবে।(খ৩:পৃ৩৫:হাদিস নং৯২৯) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/43488
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যিনি উনার ফরয হজ্ব করে ফেলেছেন, উনার মাধ্যমে বদলি হজ্ব করানো উচিৎ। তবে যদি এমন কারো মাধ্যমে বদলি হজ্ব করিয়ে নেয়া হয়, যিনি এখনো তার ফরয হজ্ব আদায় করেননি, তাহলে এক্ষেত্রেও বদলি হজ্ব আদায় হয়ে যাবে।