আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
64 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (11 points)
আসসালামু আলাইকুম,,

হুজুর আমি হানাফী মাযহাব অনুসরণ করে চলি আমি ভারত থেকে বলছি আমি কিছু জিনিস জানতে চাই 1) মাটির নীচে গুপ্তধন থাকে আর সেই গুপ্তধন গুলো কলসি বড়ো হাঁড়ি কিংবা পাতিল এর মধ্যে থাকে আর সেই গুপ্তধন গুলো জ্বীনেরা পাহাড়া দেয় । মাটির নীচে গুপ্তধন থাকা এটা স্বাভাবিক ব্যাপার এটা আমি জানি কিন্তু জ্বীনেরা পাহারা দেয় এটা কতটুকু সত্য??

2) আমি শুনেছি এই গুপ্তধন গুলো কিছু আমাদের মুসলিমদের হাফেজ সাহেব কিংবা মুফতি কিংবা কোনো ইমাম তারা নাকি কুরআনের আয়াত বা দুয়া দ্বারা ওই গুপ্তধন গুলো তোলে । এটা কতটুকু সত্য?? আর ওই গুপ্তধন গুলো তোলা জায়েজ নাকি নাজায়েজ??

3) যারা ওই গুপ্তধন গুলো তোলে তারা কী জায়েজ ভাবে তোলে আমি শুনেছি ওইগুলো তুলতে কিছু পশুর চামড়া তারপর মাটির জিনিস আরও অনেক ধাতব পদার্থ দিয়ে তোলে ওই ভাবে পশুর চামড়া দিয়ে তোলা কী জায়েজ পন্থা??

4)আর ওই পশুর চামড়া দিয়ে যদি গুপ্তধন তোলা জায়েজ না হয় তবে জায়েজ পন্থা কী?? কীভাবে তুললে সেটা জায়েজ হবে? ধরুন যে এই কাজ করবে তাকে জিজ্ঞেস করলাম যে আপনি জায়েজ পন্থায় এই কাজ করবেন নাকি সে যদি বলে হ্যাঁ আমি জায়েজ পন্থায় করবো তারপর সে যদি আমাদের না জানিয়ে নাজায়েজ পন্থায় এই কাজ করে আর সেটা আমরা জানতে পারলাম না তাহলে ঐ গুপ্তধন আমাদের নেওয়া জায়েজ হবে নাকি??

5) যারা এই গুপ্তধন তোলার কাজ করে তারা শুনেছি মাটি শুকে বলে দেই ওখানে গুপ্তধন আছে এটা কতটুকু সত্য??

6)আচ্ছা ধরুন আমার কোনো পরিচিত ব্যক্তির বাড়িতে কিংবা তার যে কোনো জায়গায় এই গুপ্তধন যদি থাকে তাহলে তার অনুমতি নিয়ে ওই গুপ্তধন তুললে সেটা জায়েজ হবে?

7) আমার প্রশ্নের উত্তর এখানে যদি না দেওয়া সম্ভব হয় তাহলে আপনাদের যোগাযোগ নম্বর বা যে কোনো যোগাযোগের মাধ্যম দিতে পারেন আমি পার্সোনাল ভাবে জানতে চাই।আমার এসব বিষয় নিয়ে জানার খুব আগ্রহ

1 Answer

0 votes
by (589,260 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গুপ্তধনে যদি কুফরির কোনো চিহ্ন পাওয়া যায়, তাহলে সেটার পঞ্চমাংশকে হুকুমতের খাযানায় জমা দিতে হবে। ইসলামী হুকুমত না থাকলে, গরীব মিসকিনদেরকে সদকাহ রে দিতে হবে এবং বাদবাকী ঐ ব্যক্তি মালিক হবে, যে সেটা পাবে।আর যেই গুপ্তধনে ইষলামের কোনো চিহ্ন থাকবে , সেটা কুড়ানো মালের হুকুমে চলে যাবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7998

لما في الفتاوی الشامية:
"(وما عليه سمة الإسلام من الكنوز) نقدا أو غيره (فلقطة) سيجيء حكمها (وما عليه سمة الكفر خمس وباقيه للمالك.

(قوله: سمة الإسلام) بالكسر وهي في الأصل أثر الكي والمراد بها العلامة وذلك ككتابة كلمة الشهادة أو نقش آخر معروف للمسلمين.

(قوله: نقدا أو غيره) أي من السلاح والآلات وأثاث المنازل والفصوص والقماش بحر.

(قوله: فلقطة) ؛ لأن مال المسلمين لا يغنم بدائع (قوله: سيجيء حكمها) وهو أنه ينادي عليها في أبواب المساجد والأسواق إلى أن يظن عدم الطلب ثم يصرفها إلى نفسه إن فقيرًا وإلا فإلى فقير آخر بشرط الضمان ح.

(قوله: سمة الكفر) كنقش صنم أو اسم ملك من ملوكهم المعروفين بحر (قوله: خمس) أي سواء كان في أرضه أو أرض غيره أو أرض مباحة كفاية قال قاضي خان وهذا بلا خلاف؛ لأن الكنز ليس من أجزاء الدار فأمكن إيجاب الخمس فيه بخلاف المعدن."  (كتاب الزكوة، ج:2، ص:322، ط:ايج ايم سعيد)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি যতগুলো বিষয় উল্লেখ করেছেন, সবগুলোই কুসংস্কার। এমন কোনো নিয়ম নাই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...