আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু
পরপর দুদিন মৃত ব্যক্তি কে দেখলাম। প্রথম দিন দেশের নামকরা আলেম(মৃত) আমার চাচ্চুর সাথে আমাদের বাড়ি আসছে আমি গিয়ে ধরলাম উনি সূরা ইখলাস পড়ছিলেন আমি সূরা বাকারার শেষ ২ আয়াত পড়ার ট্রাই করছি আর বলছি এটা বেশি ফায়দা দিবে।তারপর উনি স্বপ্ন এ মারা গেলেন।তারপর অনেক কিছু মনে নাই আমি খালি বুঝলাম অনেকেই বলছে ওনার ছেলেকে বিয়ের জন্য ওনাকে সেবা করছি,বললাম আমার অন্য কোন উদ্দেশ্যে নাই আমার স্বামী তো অমুক,পরে আমার স্বামী এর নাম বললাম ,,, স্বপ্ন টা দেখেছি তাহাজ্জুদ এর সময়, ফজরের কিছু আগে আমার ঘুম ভেঙ্গে গেছিলো,,,আর দ্বিতীয় দিন আমার দাদা কে দেখলাম উনার কবরে শুয়ে সাথে এক বাচ্চা ৭/৮ বছর আমি কবরের উপরে দাঁড়িয়ে কথা বলছি,আগে বাস্তবে যেমন কথা বলতাম,,দাদা আমার অনেক প্রিয় একজন ছিলেন,আর ঐদিন দাদার কথা বলছিলাম ও কিন্তু প্রথম যেটা দেখেছি ওনার কথা কল্পনা ও করিনি।
আর আমার স্বপ্ন অনেক সময় ঠিক হয়।
আমি বিবাহিত।