ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
বারাকাতুহু
বিসমিল্লাহির রহমানির রহীম
জবাব:-
ভালো নাম রাখা
পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আমরা এভাবেও বলতে পারি যে,
পিতা-মাতার উপর সন্তানের সর্বপ্রথম
হক হচ্ছে, তার জন্য সুন্দর নাম নির্বাচন করা।
আবদুল্লাহ
ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن
أدبه.
অর্থ : সন্তানের
সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। -মুসনাদে
বাযযার (আলবাহরুয যাখখার), হাদীস ৮৫৪০
হযরত আবুদ
দারদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন-
إِنّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ
بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ.
অর্থ: কিয়ামতের
দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে-
অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখ। -সুনানে আবু দাউদ,
হাদীস ৪৯৪৮
আরো জানুনঃ
https://ifatwa.info/8009/
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
জুনাইরা নামের
একাধিক অর্থ আসে। যথা:- সৌভাগ্যবতী, প্রস্ফুটিত ফুল, মর্যাদাপূর্ণ ইত্যাদী। বুশরা অর্থ:- সুসংবাদ। দুআ শব্দের অর্থ আহ্বান,
প্রার্থনা।
আপনি আপনার
মেয়ের নাম জুনাইরা বুশরা দুআ রাখতে পারেন ইনশাআল্লাহ। এত কোন সমস্যা নেই। প্রতিটি শব্দ
যথেষ্ট সুন্দর অর্থ বহন করে। খেুজর দিয়ে তাহনিক করানো উত্তম। যদি খেজুর না থাকে
তাহলে মধু দেওয়া যাবে।
তাহনিক করানো সুন্নাহ,
অর্থাৎ নবজাতকের মুখে খেজুর চিবিয়ে
নরম করে দেওয়া। খেজুর না থাকলে মিষ্টি দ্রব্যের মধ্যে মধু দেওয়া উত্তম। (সহিহ বুখারি,
২/৮২১)
হজরত আবু মুসা
আশআরি রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমার একটি ছেলে জন্ম নিল, আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নিয়ে
এলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার নাম রাখেন ইবরাহীম এবং তাকে তাহনীক
করান খেজুর দিয়ে। (সহীহ মুসলিম, হাদীস, ৫৭৩৯, মুসন্নাফে ইবনে আবী শাইবা, হাদীস, -২৩৯৪৮)