হযরত,
সাহু সিজদা নিয়ে ২টা প্রশ্ন ছিলো।
১| সাহু সিজদা দেয়ার মতো ভুল করলে তখন কি তাত্তাহিয়াতু ও দরুদ এর পর দোয়া মাসুরা পড়তে হবে? নাকি দরুদ এর পর সাহু সিজদা দিয়ে সালাম ফিরিয়ে নিলে হবে?
২| সাহু সিজদায় কি কি পড়া লাগবে? যেমন সিজদায়ে সাহু যেহেতু ২বার দিতে হয়, তাই প্রথমে আল্লাহু আকবার বলে সিজদা নিয়ে, ওই সিজদা রত অবস্থায় কি সুবহানা রব্বিয়াল আলা এবং উঠে গিয়ে ৩ বার রব্বিগফিরলি বলে আবার পুনরায় সিজদা দিয়ে সালাম ফিরাতে হবে? নাকি আল্লাহু আকবর বলে সিজদা গিয়ে, সিজদায় কোন তাসবীহ পাঠ না করে আবার উঠে গিয়ে আবার সিজদা গিয়ে সালাম ফিরালে হবে।
কোনটা উত্তম হবে? এই ব্যাপারে হাদীস কি বলে?
জাযাকাল্লাহ খইরান