আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

–1 vote
76 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (11 points)
edited by

আমার মনে তালা'''' এর অধিকার নিয়ে সন্দেহ হওয়ার আমি আমার আর আমার বউ এর মেসেঞ্জার এ গিয়ে ইনবক্সে চেক দিচ্চিলাম পুরাতন মেসেজ গুলা তো আমার চোখে কিছু আগের মেসেজ পড়ে যেইগুলা নিয়ে তখন সন্দেহ বা চিন্তা হয় নাই বা হয়ত হয়েছে হাল্কা ঠিক মনে আস্তাচেনা ,কিন্ত এখন চিন্তা আর সন্দেহ হওয়ায় পুরাতন কিছু আমার বলা আর আমার বউ এর বলা মেসেজ উল্লেখ করলাম আমাকে বলবেন আমার আর  আমার বউ এর  বলা এইসব  কথায় কোন সমস্যা নাই তো। 

#আমি বলি : Ami tmka chara thakta onek kharap feel hoy tmi kache thakle bhalo hoto. ( প্রায় সময় এই ধরনের কথা হয়)

#আমার বউ এইটা দেই : ki msg dso (আমি একটা মেসেজ দিয়ে মুছে ফেলি অইটার উদ্দেশ্য বলা) এর পরে আমি বলি : Kisu bad daw kisu ki bolbo ar bolar kisu nai/kisu bad daw kisu ki bolbo ar bolar kisu na. ( এমন কথা ও প্রায় হয় তাই সব খুজে খুজে বলা কিছুটা কষ্টকর আর আমার কাছে ও তেমন কোন সমস্যা জনক মনে হয় নাই তাই যা যা বেশি মনে পেরেশানি দিচে তা উল্লেখ করার চেষ্টা করলাম) 

#আমি বলি: Ami to chai tmke aibhabe dekhte but chaiya oo akn oibhabe dorte parbonah *(কারন আমার বউ আমার শশুর বারি এখনো পারিবারিক ভাবে বিয়ে আমাদের বাকি তাই উঠায়া আনিনাই)*(প্রায় এইগুলা ও আমরা বলে থাকি তাই আরও এমন কথা আছে বিধায় সব আর বলিনাই ১/২ টা উদাহরণ দিয়ে বুজাইয়া দিলাম) *

#আমি বলি : Jani but control hoinah onek time tmka akn chaiya oo kace paccinah tai ( কাছে পাচ্চি না বলার কারন আমরা এখন আলাদা আছি মানে যে যার যার বাসায় যেহেতু আমার বউ আমার শশুর বারি আর এখনো পারিবারিক ভাবে বিয়ে আমাদের বাকি তাই) 

#আমার বউ বলে:  Sona oi idea use korbona bolsi e tmk Please.you will see me like this when I will be with you. আমি বলি : Bt amr icca kortasa ami mustetbate kormunh jaw .আমার বউ বলে:Tumi musterbate koro?Tumi na bolso koro na. আমি বলি: Ami bolsi gosol ar amon abostai dekhla kormunh.

#আমার বউ বলে: Abr hm accha thikase Bola lagbe na akhn to ghumaiya jao onk deri hoise. এর পরে আমি বলি: Tmi tmr ta cinta koro amar cinta kora lagbenh.

#আমি বলি: Parbo parbo kobe parbo santi chai ami (আমার ওসিডির সমস্যা নিয়ে আর আমি যে কেমন অবস্থায় আছি তা নিয়ে কথা হচ্চিল আর আমার বউ আমাকে কিছু কথা বলে আমাকে বুজাই তারি সেই কথার জবাবে আমি এইটা বলি). এর পরে আমার বউ বলে: Aitar Ans o Tomar kachei ase Tumi parlei Hobe na parle Hobe na.Tokhn Santi o ashbe.আমি বলি: Ami tmka chai kache aitai best medicinie but tar jonno wait kora lagbe kache pete puro puri bow sthe thakle ami aro agei susto hoia jaitam asha kori.এর পরে আমার বউ বলে: Ami kintu kache pawa mane always aksathe thaka bujhtesi Just intamacy na shb somoy physically plus emotionally kache pawa.jeno tmr Mon Jokhn jmni hok jmn feel hok amk aisa joraiya dhore santir nissas nite Paro.Kintu Amn hote asholei wait kora lagbe.Tar onk agei in sha Allah, Allah tmk susthota dibe.আমি বলি:Bow ache kintu dure ai time kache jodi allah thakar bebosta oo kore dito asolei onek bhalo hoto. ইত্যাদি আরও কথা হয়।

# আমার বউ বলে: Physical shb kichu husband wife er sonporko k aro easy kore aro strong kore Ami jani kintu Ami amr dik theke bissas kori jok physical attachment O lage kintu true love loyalty,r allahr bhoy er cheye beshi effective kichu nai husband er nojor hefazot e rakhar.Hm thik bolso j Ami jehetu cacchi amn kintu Ami aita O chai na tumi amr proti udashin hoye maina nao. Husband wife er somporko hocche balance 2 Jon keni effort dte hoy 2 Jon er chawa keo priority dte hoy amra akhn husband wife kintu bola Jay sudhui nam e karon amra husband wife er moto spend kortesi na amdr somporko purno hoite akhono onk kichu missing.amn na jamr husband er touch paite chai na tur touch magnet er moto tmr kache thkle amr r Ashtei Mon chay na.Tmr chawa O same kintu jehetu amdr somporko ta akhono purno hoy nai tai amr chawar dhoron ta ektu alada.to husband er kichu chawa wife puron koruk r wife er kichu husband Eibhabei to balance hoy tai to. Ai gula tmr odhikar tmr haq tumi chaitei paro ami jani kintu amr chawa ta keo ki kichu ta consider kora Jay na. আমি বলি : Thik ache tai hobe tmi chacco jehetu ekhn eitai oo limit thakuk. নিচে মুলত  বাক্য টা এইভাবে bold করা থেকে যা যা বলসি  limitations নিয়ে ওইটার সাথে এইগুলা ও সম্পর্কিত।

# আমি বলি: Amar mon theke agree astasanh ami ki krbo mene nilam to tmr icca ( আমার বউ এর একটা কথার জবাবে বলি)এর পরে আমার বউ বলে: Ami sorry omit. Tumi ki chinta korteso Ami janina kintu hoyto bhabteso Ami tmr kharap wife j tmr chawa puron kore na. এর পরে আমি বলি:Ami aita mone akdomi aninai hae amar icca ta ekhn rakhteso na tai mon mantasanh aitai shudhu. আমার বউ বলে:Ok bad dao amr kotha it's ok.tmi jeibhabe chao oibhabe hobe.আমি বলি: Ami tmr chawar biruddhe korbonah jodio amra akn halal but allahr kacei sudhu halal ekhno somaje sobar samne halal hoye ashi nai so tmr ksu khetre limiton chawa sababik kintu ami ja chacci ta tmi mon theke ekhn boltaso na ami bujhi. আমার বউ বলে: Biye jinishtar boidhota allahr kachei. Kintu somaj pirobar sobai k janaiya e to. Aita e plm tumi ja ja caccho Ami asolei Mon theke bolte partesi na r Ami ja cacchi tumi mante parteso na akhn ei plm er solution ki hote pare.এর পরে আরও কিছু কথা হয় যেইগুলাই কোন সমস্যা মনে হয় নাই তাই উল্লেখ করলাম না আর। মুলত আমরা বিয়ের আগে ভেবে রাখি এখন বিয়ে করলে কিছু দিকে আমরা limit এ থাকব আর বিয়ের পরে ও তেমনি কিছু কথা নিয়ে কথা হচ্চিল তো আমার বউ চাচ্চিল এখন কিছু ক্ষেত্রে যেমন সহবাস বা ওকে পুরা জামা কাপড় ছাড়া দেখার ইত্যাদি বিষয় টা নিয়ে limit রাখি বা আমরা limit এ থাকি অন্য সব করব কিন্ত এইগুলাই আপতত limitations থাকবে যখন পরিবার রাজি হয়ে যাবে আমাদের বিয়ের জন্য বা আমাদের সম্পর্ক টার জন্য বা পরিবার যখন আমাদের পারিবারিক ভাবে বিয়ে টা দিবে তখন থেকে আর এইসব এর ও limitations থাকবে না ইত্যাদি কোন কিছু তেই থাকবে না no limition । আর আমরা দুইজনই ভাল পরিবারের কুফুর দিক দিয়ে ও বলা যাই মেয়ে আমার সমান বা কিছু দিক দিয়ে হয়ত আমি মেয়ের থেকে উপরে বা উচ্চ দিকে আছি আল্লাহ ভাল জানে। 

# এমন চিহ্ন দিয়ে বুজানর মানে প্রতিটা এই # চিহ্নের কথা গুলা প্রতিটা কথা থেকে আলাদা মানে একেক টা একেক তারিখে মেসেজ এ বলা হয়ত ১/২টা কথা একি তারিখ এর হতে পারে কিন্ত এত কথা কোন দিন বলসি বা এত কিছু মনে করে করে বা দেখে দেখে লেখা ও tough তাই # এই চিহ্ন দিয়ে বুজালাম। আশা করি বুজবেন। আর কথা বা মেসেজ আরও ছিল কিন্ত এত কথা বা মেসেজ এইখানে লেখা মানে অহেতুক হবে মনে করি বিধায় তাই আমি যেই মেসেজ গুলা সন্দেহ লেগেছে ওইগুলাই চেষ্টা করলাম এইখানে লেখার বা উল্লেখ করার তো এইসব কোন কথার বা মেসেজ এর জন্য আমার বিবাহিত সম্পর্কে কোন সমস্যা হবে না তো?  

এইসব সন্দেহ চিন্তা কি শয়তান এর ধোকা নাকি আল্লাহ ভাল জানে নাহলে খুজতে গেলাম একটা এইসব দেখে আগে যদি এত চিন্তা আস্ত অবশ্যই করতাম জিজ্ঞাসা কিন্ত যাই হোক এখন বলে ফেলসি মানে জিজ্ঞাসা করে ফেলসি আপনাদের আল্লাহ ভরশা উস্তাদ রা সমাধানও দিবেন। 

 # এই চিহ্ন গুলার পরে কয়েকটা জায়গায় শুধু আমি কি বলসি তাই উল্লেখ করলাম অইগুলার আগে বা পরে আমার মেসেজ আর আমার বউ এর মেসেজ গুলা দেখে কোন সমস্যা বা অইগুলা বলাই লাগবে এমন মনে হয় নাই তাই অইগুলা উল্লেখ ও করিনাই হুদাই উস্তাজ প্রশ্নে অতিরিক্ত কথা যুক্ত করা হয়ে যাবে তাই। 

আর আলহামদুলিল্লাহ যে তালা'''এর অধিকার বিষয় কোন কথা পাই নাই আমি যেত টুকু খুজার চেষ্টা করসি পাইনাই এখন আগের মেসেজ লাইনে by লাইনে পড়া সম্বব না যে তা না কিন্ত অনেক কষ্ট কর হবে আমার বিয়ে হয় আগস্ট তো তখন তে এখন পর্যন্ত কম কথা বলিনাই যখনি কথা বলতাম তো এত দিন এর মেসেজ পড়া কষ্ট কর হবে কিন্ত আমি তাও যেইসব কথা বলে তালা''' এর অধিকার দেওয়া আমি জানি এমন বিষয় নিয়ে আমি কখনো কথা বলিনাই তাও সন্দেহ এর জন্য চেক করি আর কিছু বাক্য যেই গুলা তালা''' এর অধিকার দেওয়ার ক্ষেত্রে use হয় তেমন ২/৩ টা কথার মাধ্যমে যেতটুকু পারলাম খুজলাম আলহামদুলিল্লাহ এমন কিছুই পাইনাই তাও যদি আমার জানার অগছরে থেকে থাকে এমন কথা বা মেসেজ আল্লাহ যেন আমাকে মাফ করে দেই কিন্ত আমার প্রবল ধারণা এমন কোন কিছু থাকবে না বা হবেও না বা এমন কোন কথা বা এমন কোন কিছু নাই বা আমার চোখ এ পড়ে নাই বলতে পারেন তাও আল্লাহ যেন সহায়ক হোন আমার জন্য। এখন এইসব নিয়ে ঘাটাঘাটি করতে গেল উল্টা অহেতুক পেরেশানি বা শয়তান এর ধোকায় পড়ে যাব বা পড়ে যেতে পারি তা তো বলা মুস্কিল। ছোট ভাই হিসাবে সমাধান দিবেন আশা করি। 

প্রশ্ন গুলা আবার ও উল্লেখ করলাম নিচে: 

#আমার বিবাহিত সম্পর্কে কোন সমস্যা হবে না তো  

#আমার কি পুরাতন এইসব মেসেজ বা কথা নিয়ে আর ঘাটাঘাটি করা উচিত নাকি এইসব নিয়ে আর ঘাটাঘাটি করার বা ভাবার দরকার নেই ?  

প্লিস আমাকে ২টা প্রশ্নের জবাব দিয়েন। 

1 Answer

0 votes
by (574,260 points)
بسم الله الرحمن الرحيم

ওয়াসওয়াসা হল এমন এক মানসিক রোগ যা একজন মুসলিমকে বিভ্রান্ত করার জন্য শয়তানের পক্ষ থেকে মনে আসা  কুমন্ত্রনার ফাঁদ। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখন কম নয়।  কিন্তু এই রোগ সম্পর্কে ধারনা বা ইলমে জ্ঞান না থাকার ফলে একজন সাধারন ব্যক্তি ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত করতে পারে। কারণ শুরুতেই যদি এর চিকিৎসা না করা হয়, তাহলে এটি বাড়তে থাকে।

আমরা আমাদের বিগত সহস্রাধিক প্রশ্ন রিসার্চ করে দেখেছি যে ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি বিভিন্ন মাসলা মাসায়েল বা ফতোয়ার প্রশ্নের উত্তর ঘাটাঘাটি করে আরও বেশি ওয়াসওয়াসাতে আক্রান্ত হয়ে যায়। এবং প্রশ্নের উত্তর হল একজন ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের রোগ বৃদ্ধির খোরাক। এবং একটা প্রশ্ন উত্তর পাওয়ার পর একজন ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি ক্রমাগত একই প্রশ্ন বারবার ঘুরিয়ে পেচিয়ে শতাধিকবার করতে থাকেন।  যেটা উনাকে বরং ক্রমাগত অধিকতরও খারাপের দিকে নিয়ে যেতে থাকে। 

বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নিচের দেওয়া বাধ্যতামূলক সুস্থ হওয়ার কোর্সটি কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর দেয়া হবে না । 

এবং আমরা আশা করছি এবং আল্লাহর উপরে ভরসা রেখে বলছি যারা নিচের এই কোর্সটি করবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। 

আর কোর্সের ভিতরে একটা অংশে আমাদের মুফতি সাহেবদের সাথে সরাসরি জুম মিটিংয়ের মাধ্যমে প্রশ্ন-উত্তরের ব্যবস্থা থাকবে। 

আল্লাহ আমাদের সমস্ত শারীরিক ও মানসিক রোগ থেকে হেফাজত করুন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...