আসসালামু আলাইকুম।
আজ মাগরীবের নামাজে ৩য় রাকাতে আত্তাহিয়াতু পড়তে পড়তে মনে হয় আমি ২য় নাকি ৩য় রাকাতে আছি (মন বেশি হচ্ছে ৩য় রাকাতে) তবেও আমি আত্তাহিয়াতু শেষ করে ৩য় রাকাতে দাঁড়িয়ে যাই,এবং আবার ও একই নিয়মে নামাজ শেষ করি আর শেষে সাহু সিজদাহ দিই,আমার নামাজ কি হয়েছে?
বিঃদ্রঃ আমি সর্ববদা ফরজ নামাজে প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা এর পর অন্য আরেকটি সুরা মিলাই,এবং শেষ রাকাতে মিলাই না। প্রশ্নোক্ত ক্ষেত্রে আমি সত্যিই ৩য় রাকাতে থাকলে, আমার শেষে আরেক রাকাত পড়ার কারণে ৪ রাকাত নামাজ হয়। আর যদি ২য় রাকাতে রাকাতে থাকি তাহলে আমি ২য় এবং ৩য় উভয় রাকাতেই সূরা ফাতিহা শুধু পড়ি কেননা আমি প্রথম ২য় রাকাত কেই ৩য় রাকাত ভেবেছিলাম পরবর্তীতে আত্তাহিয়াতু পড়ার পর মনে হয় আমি কোন রাকাতে আসলে। তাহলে ২য় ক্ষেত্রে আমার ৩ রাকাত নামাজ হয়।