আসসাামুআলাইকুম
আমি একজন নারী। বয়স ৩০ বছর। বর্তমানে আমি প্রথম শ্রেনীর একটি চাকুরি করি। আমার বাবা নেই।আমি দীর্ঘদিন একজনের সাথে রিলেশনশিপে ছিলাম। কিছুদিন আগে পারিবারিকভাবে বিয়ের কথা সব ঠিকঠাক হলেও নানা কারণে বিয়েটা হয়নি। এরইমধ্যে জানতে পারি।
মানুষটা এক আল্লাহ তাআলা কে বিশ্বাস করেন না। ওনার ভাষ্যমতে উনি নাস্তিক নন। উনি এক ইউনিভার্সাল গড এ বিশ্বাসী। সেটা যে একমাত্র আল্লাহ তাআলা এইটা উনি মানেন না। সব ধর্মের উপাসনা কেই তিনি বৈধতা দেন এমনকি মূর্তিপূজা ও। উনি নামায পড়েন কিন্তু এক আল্লাহ কে বিশ্বাস করে নয়। তাঁর দৃষ্টিতে কেউ তো তাকে সৃষ্টি করেছেন তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নামাজের মাধ্যমে।
তাঁর মা এবং পরিবারের অন্যরা যথেষ্ট মুসলিম সুন্নাহ মেনে চলেন। কেউ তাঁর এই বিশ্বাসের কথা জানেন না। আমাকেও সে কাউ কে বলতে বারণ করেছেন এবং কথা নিয়েছেন যাতে আমার ফ্যামিলিতে ও এই ব্যাপারটা না বলি।
আমি খুবই দুশ্চিন্তায় পরে গেছি।
এমনটাও সম্ভব!!
আমি এখন কি করবো
বিয়ে টা করা কি উচিত হবে??
কুরআন, হাদীসের আলোকে আমাকে পরামর্শ দিলে অনেক উপকৃত হব।