আসসালামু আলাইকুম। আমি অনেকদিন ধরে কিছু দোয়া করছি। এর মধ্যে প্রথম দোয়াটা হল আমার যাতে কোনদিন সালাত কাযা না হয় এবং আমার আখলাক যেন অত্যুত্তম হয়। এই দুয়াগুলো কবুলের জন্য প্লাস রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সম্মান ও ভালোবাসা হতে প্রতি শুক্রবার ১০০০ বার ছোট একটা দরুদ পড়ি ও সাম্প্রতিক সময়ে প্রায় ৭৫০০০ বার দরুদ পড়ছি ও আরো পড়ার আশা রাখি ইনশাআল্লাহ।
কিন্তু ধারাবাহিক ভাবে এই দরুদের আমল করার পরেও আমার দোয়ার লিস্টের প্রথম যে দোয়া, মানে আমার যাতে কখনোই সালাত কাযা না হয় সেই দোয়াটা কবুল হচ্ছেনা এখনও। মানে সালাত কাযা হয়ে যাচ্ছে। আখলাকও সুন্নাহ মাফিক হচ্ছেনা।
আমি দিন্ দিন হতাশ হয়ে পড়ছি। দরুদ এর আমলে শুনেছি যে দোয়া কবুল হয়। কিন্তু আমি নেক নিয়তে দরুদ পড়ার পরেও দোয়া কবুল হচ্ছেনা৷ তাহলে আমার দরুদ পড়াতে কোন ভুল হচ্ছে? কিভাবে দরুদ পাঠ করতে পারি যাতে আমার দোয়া কবুল হয়?