আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বীনের বুঝ পাওয়ার আগে অনেক রোজাই রাখা হয়নি। আবার কখনো কখনো রেখেও ভঙ্গ করা হয়েছে। এ পর্যন্ত আমার যতদূর মনে পড়ে,খুব সম্ভবত ২/৩ টি রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করা হয়েছিলো। এক্ষেত্রে কাফফারা কিভাবে আদায় করবো? একই রমাদানে যদি একাধিক রোজা ভঙ্গ হয়,তাহলে সেই রমাদানের জন্য কি ৬০টি রোজা ধরবো নাকি আলাদা আলাদা করে ১২০ টি রোজা কাফফারা হিসেবে ধরা হবে? আর যদি আলাদা ৩ রমাদানে ১টি করে ৩টি রোজা ভেঙ্গে থাকি,তাহলে কি মোট ১৮০ টি রোজা কাফফারা হিসেবে রাখতে হবে?
বিস্তারিত একটু বুঝিয়ে বলবেন ইনশাআল্লাহ। জাঝাকুমুল্লাহু খইর।