ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি বালিগ হওয়ার বৎসর বয়স থেকে যতটা রমজান আপনার সামন দিয়ে অতিবাহিত হয়েছে।এর মধ্যে যতটা রোযা আপনি রাখেননি।বা নিয়তই করেননি।সেগুলোকে হিসেব করে শুধুমাত্র কাযা করে নিবেন।কাফফারার কোনো প্রয়োজন এক্ষেত্রে নেই। আর যে সমস্ত রোযা আপনি রেখে তারপর ভেঙ্গে দিয়েছেন।যেমন আপনি সহবাসের মাধ্যমে একটি ভেঙ্গেছেন।এ রোযার কাফফারা আপনাকে আদায় করতে হবে।
কা'যা রোযা সমূহের কয়টি কাফ্ফারা আদায় করতে হবে? ছুটে যাওয়া প্রত্যেকটি রোযার জন্য কি পৃথক পৃথক কাফ্ফারা আদায় করতে হবে?নাকি সবগুলোর জন্য একটি কাফ্ফারাই যথেষ্ট হবে?
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু এই পর্যন্ত আপনার ইচ্ছাকৃত ২/৩ টি রোযা কাযা হয়েছে, তাই আপনি এখন ২/৩ টি রোযাকে কাযা আদায় করবেন। এবং সবক'টিকে ভঙ্গ করার সবব বা কারণ যদি এক হয়, তথা খাবার দাবারের মাধ্যমে যদি রোযা ভঙ্গ করে থাকেন, তাহলে আপনাকে একটি কাফফারাই দিতে হবে। তথা ৬০ টি রোযা রাখলেই ২/৩ টি ফরয রোযার কাফফারা আদায় হয়ে যাবে।