ওয়া ‘আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারাকা-তুহু।
বিসমিল্লা-হির রহমা-নির রহীম।
জবাবঃ
https://ifatwa.info/67657/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
শরীয়তের দৃষ্টিকোনে যেকোনো ধোঁকার
আশ্রয় নেয়া নাজায়েজ।
হাদীস শরীফে এসেছেঃ-
عَنْ
أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত।
রাসূল সা. ইরশাদ করেছেন- যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে
আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى
شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত।
রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা
কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
হলে সিট পাওয়ার জন্য এভাবে টিচার/ঊর্ধ্বতন
কোন কর্মকর্তার সাথে যোগাযোগ করে তাদের দ্বারা বলানো তথা সুপারিশ করানো জায়েজ আছে। এখানে সমস্যা নেই।
তবে হলে সিট পেতে কর্তৃপক্ষের নিয়মের
বহির্ভুত কোনো কাজ করা যাবেনা।
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী বোন!
না, হলে সিট পেতে এভাবে কর্তৃপক্ষের নিয়মের বহির্ভুত কোনো কাজ করা
যাবে না। এভাবে সিট গ্রহণ করা যাবে না। এভাবে সিট নিতে হলে হল কর্তৃপক্ষকে জানিয়ে
নিতে হবে।