আসসালামুআলাইকুম,আমি কয়েকজন স্টুডেন্ট নিয়ে ব্যাচে প্রাইভেট পড়ায়।মাঝে মাঝে অসুস্থতা বা অন্যান্য কারণে 5-7 দিন কেউ কেউ অনুপস্থিত থাকে।এক্ষেত্রে কি এক মাসের পুরো বেতন নিতে পারবো নাকি হিসাব করে অতিরিক্ত টাকা ফেরত দিব?যদি ছাত্রের অভিভাবক জোর করে পুরো টাকা দেয় ,তখন তা নেওয়া কি জায়েজ হবে?