আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
63 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
edited by
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমার বিয়ে হয়েছে প্রায় ২ বছর হবে।আমি কয়দিন ভালো মতো দ্বীন পালন করতে পারি তো বেশির ভাগ ই পারি না।সালাতে মন বসে না। তাড়াতাড়ি করে কোনোমতে সালাত পড়ি।কি পড়ি নিজেও বুঝি না।কয়দিন খুব ভালো থাকি। সালাত, দুআ যিকির।ইস্তিগফার। কিন্তু এমন বেশিদিন থাকে না।এমন অবস্থা প্রায় ১০ বছর ধরেই চলে আসতেছে।বেশিদিন ধরে রাখতে পারি না।আমি কিভাবে এ অবস্থা থেকে বের হবো

১)আমি আগে চুরি করতাম আমার আশে পাশের মানুষ থেকে।টাকা বেশির ভাগ চুরি করতাম।আগে ১০/২০৳ করতাম।পরে এটা ১০০০/২০০০ ও হয়েছে।যাদের থেকে করেছি তাদের ৯০ ভাগ মানুষ কেই চিনিনা।কোনো যোগাযোগ নেই।আমি কিভাবে এ গুণাহ কাটিয়ে উঠবো?আমি এখন আর চুরি করিনা।কিভাবে আমি এগুলো মাফ করিয়ে নেবো?যেখানে বেশির ভাগ মানুষের সাথেই আমার যোগাযোগ ও নেই/চিনি ও না।

২)আমি বিয়ের আগেও মাঝে মাঝে খারাপ ভিডিও দেখতাম।বিয়ের পরেও মাঝে মাঝে দেখি।এটা থেকে কিভাবে বের হবো আমি?এটা কি জীবনসঙ্গী কে ধোকা দেয়ার মাঝে পড়বে?আমি কিভাবে এ গুনাহ ক্ষমা করাবো?

৩)যাদের গীবত করেছি কষ্ট দিয়েছি।কিভাবে গুনাহ গুলো থেকে আমি নিজেকে পবিত্র করবো?আমাকে নাসিহা দিন।

৪)গান ও শুনি মাঝে মাঝে।গিবত ও হয়ে যায়।আমি কিভাবে এসব কিছু থেকে বের হয়ে আসবো?কি করবো?যে আল্লাহ আমাকে সম্পুর্ন ভাবে ক্ষমা করবেন?আমার উপর সন্তুষ্ট হবেন?আর আমি কখনোই এমন কাজে আর লিপ্ত হবো না?

৫)বিয়ের আগে রিলেশন ছিলো ২ টা।আমি কিভাবে এসব কিছু থেকে পবিত্র হবো?কারো সাথেই কখনোই শারীরিক কিছুই হয়নি

আল্লাহ কি আমাকে কখনো ক্ষমা করবেন?কখনো আমি উনার প্রিয় বান্দা হতে পারবো?আমাকে নাসিহা দিন। কিভাবে নিজকেএ আমলে ব্যস্ত রাখবো আমি।

1 Answer

0 votes
by (606,750 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
রাসূলুল্লাহ সাঃ কে আল্লাহ তা'আলা ৪ টি বিশেষ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন।এ সম্পর্কে আল্লাহ বলেন,
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ -
তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।(সূরা-জুমুআহ-২)

রাসূলুল্লাহ সাঃ এর ৪ টি দায়িত্বের একটি দায়িত্ব হল,আত্মসুদ্ধি।এই আত্মসুদ্ধির অপর নাম তাসাউফ।তাসাউফ সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1037

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
সর্বদা ইবাদতে মনোযোগী হতে নেককার লোকের সংস্পর্শ গ্রহণ অত্যান্ত জরুরী। আপনি নেককার লোকের সংস্পর্শ গ্রহণ করুন। আল্লাহ অবশ্যই আপনাকে নেককাজের তাওফিক দিবেন।

(২)
যাদের টাকা চুরি করেছেন,তাদেরকে খুজে বের করে তাদের নিকট টাকা ফিরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবেন। যদি তাদেরকে খুজে বের করা সম্ভবপর না হয়, তাহলে তাহলে তাদের নামে সদকাহ করে দিবেন।

(৩) আল্লাহর কাছে এই গোনাহ থেকে বেঁচে থাকার জন্য দু'আ করতে থাকুন। আল্লাহ অবশ্যই তাওফিক দাতা।

(৪) যাদের গীবত করা হয়েছে, যদি তাদের নিকট গীবতের সংবাদ পৌছে থাকে, তাহলে তাদের কাছেই ক্ষমা চেয়ে নিতে হবে। যদি তাদের নিকট গীবতের সংবাদ না পৌছে, তাহলে শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেই হবে। 

(৫) নেককার লোকদের সংস্পর্শ গ্রহণ করুন অথবা তাবলীগে সময় লাগান।ইনশাআল্লাহ, সবকিছু ঠিকটাক হয়ে যাবে।

(৬) খালিছ নিয়তে আল্লাহর কাছে তাওবাহ করুন।আল্লাহ অবশ্যই কবুলের মালিক। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 29 views
...