আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
34 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (22 points)
আসসালামু আলাইকুম, জনাব মুফতি সাহেব দা. বা.
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন!

আপনার কাছে একটা বিষয়ে জানতে চাই। সেটা হলো- মহিলারা মসজিদ ঝাড়ু দিতে পারবে কিনা?
যদি না পারে সেটার কারণ আর পারলে সেটার দলিল দিলে উপকৃত হতাম।
এক্ষেত্রে ফিকহি কিতাবের দলিল উল্লেখ করা গেলেও ভালো হয়। জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এ মেহনতকে নাজাতের উসিলা বানান।

1 Answer

0 votes
by (58,830 points)

 

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

বিসমিল্লাহির রহমানির রহীম

জবাব:-

আল্লাহর ঘর মসজিদের খেদমতে; পরিচ্ছন্নতা ও সজ্জায় পুরুষদের মতো নারীরাও অংশগ্রহণ করতে পারেন। মসজিদ ঝাড়ু দেওয়াহসহ পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য প্রয়োজনীয় যে কোনো কাজ, মসজিদের সৌন্দর্যবর্ধনে কোনো কাজ প্রয়োজন হলে তাও নারীরা করতে পারেন। নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যুগে এক নারী মসজিদে নববি ঝাড়ু দিতেন। আবু হোরায়রা (রা.) বলেন,

أَنَّ امْرَأَةً سَوْدَاءَ كَانَتْ تَقُمُّ الْمَسْجِدَ أَوْ شَابٌّ فَفَقَدَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَ عَنْهَا أَوْ عَنْهُ فَقَالُوا: مَاتَ. قَالَ: أَفَلَا كُنْتُمْ آذَنْتُمُونِي؟ قَالَ: فَكَأَنَّهُمْ صَغَّرُوا أَمْرَهَا أَوْ أَمْرَهُ. فَقَالَ: «دلوني على قَبره» فدلوه فصلى عَلَيْهَا. قَالَ: إِنَّ هَذِهِ الْقُبُورَ مَمْلُوءَةٌ ظُلْمَةً عَلَى أَهْلِهَا وَإِنَّ اللَّهَ يُنَوِّرُهَا لَهُمْ بِصَلَاتِي عَلَيْهِمْ

একজন কৃষ্ণাঙ্গ নারী অথবা একজন যুবক (বর্ণনাকারী সন্দেহ প্রকাশ করেছেন, তবে বেশিরভাগ বর্ণনায় একজন নারীর কথাই বলা হয়েছে) মসজিদে নববি ঝাড়ু দিতেন। একদিন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ওই নারীটিকে দেখতে না পেয়ে তার খোঁজ নিলেন। লোকেরা বলল, সে ইন্তেকাল করেছে। তিনি বললেন, তোমরা আমাকে জানালে না কেন? (তাহলে আমিও জানাযায় শরিক থাকতাম) বর্ণনাকারী বলেন, লোকেরা বিষয়টিকে ছোট বা তুচ্ছ বিবেচনা করে নবিজিকে জানায়নি। নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তাকে কোথায় কবর দেয়া হয়েছে আমাকে দেখাও। তারা তাকে তার কবর দেখিয়ে দিলে তিনি ওই কবরের কাছে গিয়ে জানাজার নামাজ আদায় করলেন, তারপর বললেন, এ কবরগুলো এর অধিবাসীদের জন্য ঘন অন্ধকারে ভরা ছিল। আমার নামাজ আদায়ের ফলে আল্লাহ তা’আলা এগুলোকে আলোকিত করে দিয়েছেন। (সহিহ মুসলিম: ১৬৫৯)

অপবিত্র অবস্থায় মসজিদে অবস্থান করা যাবে না:

গোসল ফরজ অবস্থায় পুরুষ ও নারীদের জন্য এবং হায়েজ-নেফাসের দিনগুলোতে নারীদের জন্য মসজিদে অবস্থান করা নিষিদ্ধ। আয়েশা (রা.) থেকে বর্ণিত নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

إِنِّي لَا أُحِلُّ الْمَسْجِدَ لِحَائِضٍ وَلَا جُنُبٍ

ঋতুমতী নারী ও গোসল ফরজ হওয়া ব্যক্তির জন্য আমি মসজিদে অবস্থান বৈধ করি না। (সুনানে আবু দাউদ: ৬৪৫)

তাই গোসল ফরজ অবস্থায় এবং হায়েজ বা মাসিক এবং সন্তান জন্মদান পরবর্তী রক্তস্রাব চলাকালীন সময়ে নারীরা মসজিদের খেদমতে নিয়োজিত থাকতে পারবে না।

মসজিদের খেদমত অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। সুরা হজে নবি ইবরাহিমকে (আ.) মসজিদ পবিত্র ও পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়ার কথা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন,

وَ اِذۡ بَوَّاۡنَا لِاِبۡرٰهِیۡمَ مَکَانَ الۡبَیۡتِ اَنۡ لَّا تُشۡرِکۡ بِیۡ شَیۡئًا وَّ طَهِّرۡ بَیۡتِیَ لِلطَّآئِفِیۡنَ وَ الۡقَآئِمِیۡنَ وَ الرُّکَّعِ السُّجُوۡدِ

আর স্মরণ কর, যখন আমি ইবরাহিমকে সে ঘরের (বায়তুল্লাহ) স্থান নির্ধারণ করে দিয়েছিলাম এবং বলেছিলাম, আমার সাথে কাউকে শরিক করবে না এবং আমার ঘরকে পাক সাফ রাখবে তাওয়াফকারী, রুকু-সিজদা ও দাঁড়িয়ে নামাজ আদায়কারীদের জন্য। (সুরা হজ: ২৬)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...