السلام عليكم ورحمه الله وبركاته
IOM-এ আমাদের দারসগুলোয় যা পড়ানো হয়, তা মনে রাখার জন্য + আরও ভালোভাবে আয়ত্ত্ব করার জন্য এক ধরণের কুইজের ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ। এই কুইজের একটি বিষয় নিয়ে আমাদের প্রশ্ন।
এই কুইজটা হচ্ছে লাইভ। প্রতিটা প্রশ্নের জন্য 30 সেকেন্ড করে সময় বরাদ্দ থাকে, তারপর আন্সার অপশন করে দেওয়া হয়। ওই সময়ের মধ্যে আন্সার না করলে পরে আর করা যায় না। systematically এটার রেজাল্টও আসে। রেজাল্টটা নির্ধারণ হয় কম সময়ে আন্সার করা এবং সর্বোচ্চ সঠিক উত্তরের ওপর। এই রেজাল্টটায় ১ম, ২য়, ৩য় অবস্থানে যারা থাকে তাদের মেনশন করা হয় সঙ্গে ক্রমান্বয়ে নিচের দিকে আরও ১৭ জনের রেজাল্ট দেখানো হয় তাদের মেনশন করে(মোট ২০ জন)।
এইভাবে বেশ কিছুদিন আমরা কুইজ দিয়েছি। রেজাল্টও দেখেছি। আলহামদুলিল্লাহ। কিছুদিন এইভাবে চলার পর কর্তৃপক্ষের তরফ থেকে নোটিশ দেওয়া হয় যে, ❝লাইভ কুইজের রেজাল্ট আর দেখানো হবে না।❞
এবং এর কারণ হিসেবে বলা হয়, ❝এখানে সব ধরনের বোনরা আছেন, কারো মেধা কম কারো বেশি। আমরা যখন দুনিয়াবি পড়াশোনা করি তখন কে কার আগে যেতে পারি তা দেখে মজা পাই কিন্তু যেহেতু এগুলো সম্পূর্ন দ্বীনি ইলম এবং এখানে প্রতিযোগিতার কোনো বিষয় নেই তাই কে কত সিরিয়ালে আছে তা না দেখাই উত্তম। আমরা দোয়া করবো আমি নিজে যেমন দ্বিনি ইলম অর্জনে এগিয়ে যাচ্ছি , আমার অন্য বোনও যেন এগিয়ে যায়।❞ (CR)
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা মেনে নিয়েছি। আমাদের এ বিষয়ে অভিযোগ নেই।
এখন সবচাইতে বড় কথা হলো:
এই রেজাল্ট নির্ণয়টা হয় সম্পূর্ণ স্বয়ংক্রিয় ভাবে। এ কারণে পুরোপুরি ভাবে / স্থায়ীভাবে এটা অফ করা যায় নি। যেটা করা গেছে তা হলো: রেজাল্টটা আসার সঙ্গে সঙ্গে তা ডিলিট করে দেওয়া হয়। এবং এই ডিলিট করার জন্য একটু সময়ের প্রয়োজন হয়, হয়তো ২/৩ সেকেন্ড। এর বেশি নয় আলহামদুলিল্লাহ। অর্থাৎ রেজাল্ট আসে, দেওয়া হয়। কিন্তু রাখা হয় না।
সম্মানিত উস্তায, আমাদের প্রশ্ন হচ্ছে:
রেজাল্ট দেওয়া এবং তা ডিলিট করার মাঝে যেই ২/৩ সেকেন্ড সময় সেটা আমাদের মানে স্টুডেন্টদের সামনে থাকে; এই সময়ের মধ্যে যদি কেউ তাতে চোখ বুলিয়ে দেখে যে কে কোন সিরিয়ালে রয়েছে বা কে কেমন সময়ে আন্সার করতে পেরেছে, তাহলে এতে কী খিয়ানাহ হবে / গুনাহ হবে / হক নষ্ট হবে?
جزاكم الله خيرا في الدنيا والاخره