আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
49 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (1 point)
প্রশ্ন ১. ঘুমানোর  সময় চোখে সুরমা লাগানো কি সুন্নাহ?

প্রশ্ন ২. সুরমা ব্যবহারের ক্ষেত্রে কি বিবাহিত অবিবাহিত  মেয়েদের  মধ্যে  ভিন্নতা রয়েছে অর্থাৎ  মেয়েরা কি বিয়ের আগে সুরমা ব্যবহার করতে পারবে? আমার এক দাদি বলতেছে মেয়েরা  বিয়ে আগে সুরমা ব্যবহার  করতে পারবেনা ,বিয়ের পর থেকে ছেলে মেয়ে উভয়েই  সুরমা ব্যবহার করতে পারবে ! উক্ত  তথ্য  কি সঠিক? এ বিষয়ে বিস্তারিত  উত্তর  দেওয়ার  জন্য  বিনীতভাবে অনুরোধ  রইল।

1 Answer

0 votes
by (573,870 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/2912/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 

হাদীস শরীফে এসেছেঃ- 
হযরত আনাস রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,

عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم :( كان يكتحل في عينه اليمنى ثلاث مرات ، واليسرى مرتين )

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডান চোখে তিনবার এবং বাম চোখে দুইবার সুরমা ব্যবহার করতেন।(মুসান্নাফ ইবনে আবি শাইবাহ-৬৩৩)

হযরত ইবনু আব্বাস রাযি থেকে বর্ণিত,

عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال : " إن من خير أكحالكم الإثمد إنه يجلو البصر وينبت الشعر "

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,তোমাদের সুরমাদের মধ্যে সর্বোত্তম সুরমা হল,ইসমিদ পাথরের সুরমা।কেননা তা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং ভ্রুতে নতুন লোম গজাতে সাহায্য করে।(সুনানু নাসাঈ-৫১১৩,সুনানু আবি দাউদ-৩৮৩৭)

★হযরত জাবির রাযি থেকে বর্ণিত,

عن جابر، قال: سمعت رسول الله صلى الله عليه وسلم، يقول: «عليكم بالإثمد عند النوم، فإنه يجلو البصر، وينبت الشعر»

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমরা ঘুমানোর সময়চোখে ‘ইছমাদ’ সুরমা লাগাও | এতে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি হয় এবং ভ্রুতে নতুন লোম গজায়’ (সুনানু ইবনি মাজাহ-৩৪৯৬) 

অন্য বর্ণনায় তিনি বলেন, এটা চোখের ময়লা
দূর করে এবং চক্ষু পরিষ্কার করে (ত্বাবারাণী-৬৬৫) | 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
ঘুমানোর সময় চোখে সুরমা লাগানো সুন্নাহ।
তবে কেহ যদি এর উপর আমল না করে,সেক্ষেত্রে তার গুনাহ হবেনা।

(০২)
মেয়েরা বিয়ের আগে সুরমা ব্যবহার করতে পারবে। তবে গায়রে মাহরামদের সামনে যাওয়ার সময় সুরমা ব্যবহার করলে চোখ দেখার আশংকা থাকলে এমতাবস্থায় নারীরা সুরমা ব্যবহার করবেনা।

এক্ষেত্রে বিবাহিতা ও অবিবাহিতার মাঝে কোনো পার্থক্য নেই।
সকলের জন্য একই বিধান।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...