আসসালামু আলাইকুম।
আমার অক্টোবরের ২ তারিখ আসরের ওয়াক্তে পিরিয়ড ভালো হয়েছে। আবার অক্টোবরের ১৬ তারিখ তারিখ ব্লাড দেখা দেয়,আমি পরেরদিন ১৭ তারিখ আসরের ওয়াক্ত থেকে পিরিয়ড ধরে সালাত বন্ধ রেখেছি।খুব সামান্য ফোটা ফোটা ব্লাড ছিল,২০ তারিখ যোহরের ওয়াক্ত থেকে আর ব্লাড দেখা যায়নি।তাহলে আমি এটাকে হায়েয ধরব নাকি ইস্তেহাযা?আসরের ওয়াক্তের আগেই যেহেতু ভালো হয়েছে,৩ দিন তো পুরোপুরি হয়নি ২-১ ঘন্টার জন্য।