আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আমার বর্তমান বয়স ২৬ বছর। ২ বছর ধরে আমার জন্য পাত্র দেখছে, প্রায় ২০/২৫ টা পাত্রপক্ষকে বায়োডাটা দেখানো হয়েছে। প্রতিবারই আমি বা আমার মা ইস্তেখারা করেছে এরপর অধিকাংশ পাত্রপক্ষ আমার বিষয়ে আগ্রহী হয়না, যারা আগ্রহী হয় আমার তাদের প্রতি মন টানেনা বরং আমার অনেক বেশি টেনশন হয়ে অসুস্থ হয়ে পরি, কিন্তু কয়েকটা পাত্রের বিষয়ে আমার পছন্দ হয়েছিল কিন্তু তারা বিয়ের বিষয়ে আগায়নি। আমার আশেপাশের অনেক বিবাহেরসম্পর্ক দেখে আমার বিবাহ ভীতি আছে কিন্তু গত এক বছর বিয়েকে সহজ ভাবে নিবার জন্য আমি অনেক ভাবে মানসিক প্রত্তুতি নিয়েছি। গত বছর ডিসেম্বরে উস্তাযের শেখানো দ্রুত বিয়ের আমল করছি কিন্তু কিছুদিন পর ভুলেগেলে আবার শুরু থেকে করছি এছাড়াও আরো কিছু আমল করেছি নানা সময়। এখন দিন দিন আমার বিয়ের প্রতি প্রচন্ড অনিহা তৈরি হচ্ছে আর মানসিক যন্ত্রণা হচ্ছে। এই অবস্থায় আমার কি কি আমল বৃদ্ধি করা প্রয়োজন? আমার কি মানসিক ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত?
এই মাসে আমাকে এক পাত্র পক্ষ দেখতে আসে, কিন্তু তারা ছেলে, ছেলের বাবা মা, ঘটক এবং আমার বাবার সামনে বসিয়ে নানারকম প্রশ্ন ও বায়োডাটা লিখতে দেয়। আমি হিজাব ও বোরকা পড়ি কিন্তু মুখ খোলা রাখি। তারা আমার চুল দেখতে চেয়েছিল পরে ছেলের মা কে হিজাব খুলে আলাদা রুমে দেখিয়েছিলাম। ছেলের সাথে কথা হবার পর বুঝি তিনি প্যাক্টিসিং না এবং আমার তার প্রতি তেমন মন টানেনি। তাই আমার পরিবারকে বলার পর তারা আমাকে দোষারোপ করে এবং বেশি বেছে বিয়ে করতে মানা করে, বেশি বয়স হলে বিয়ে হবেনা তাই কোনো পাত্রপক্ষ আগ্রহ দেখালে বিয়ে করে ফেলা উচিত বলে বুঝায়। এই ঘটনার পর আমি মানসিক ভাবে ভেঙ্গে পরেছি, খুবই হীনমন্যতায় ভুগছি এবং বিয়ে প্রতি আগ্রহ খুবই কমে গিয়েছে। আমি জানি দ্বীনদার ও কুফু মেনে বিয়ে করা উত্তম, এমন পাত্র পাবার জন্য কি করতে পারি? আমাকে দেখতে আসলে এমন পরিস্থিতিতে কি করা উচিত? বিবাহ ভীতি কাটানোর কি কোনো উপায় আছে?