আসসালামু আলাইকুম।
আমার একটি বিষয়ে মাসআলা টা জানতে চাচ্ছিলাম, এইজন্য মেসেজ করা...
আমার খুব কাছের এক বোনের সাথে তার বাবা দ্বারা হ্যারেস হয়। মানে হচ্ছে সে যখন ছোট ছিলো তার বাবা তাকে খারাপ ভাবে স্পর্শ করতো, কিন্তু মেয়েটি তখন ছোট ছিলো ক্লাস থ্রি ফোর ফাইভ এই সময়ের মধ্যে।
বোনটা এখন দ্বীনের পথে চলার চেষ্ঠা করতেছে।
হুরমতে কি একটা মাসআলা যেন সে ফেইসবুকে দেখে তখন থেকে তার মনে এই প্রশ্নের উদ্ধৃত হয়, তার সন্দেহ হচ্ছে এ দ্বারা কি তার মা বাবার বিচ্ছেদ হয়ে যায় কিনা।
যদি সে ছোট ছিলো, সে হায়েজ প্রাপ্ত হয় ৭ম শ্রেনীতে উঠার পর, এরপর থেকে সে বুঝতে পারে এটা খারাপ হচ্ছে, সে তার বাবার সাথে দুরত্ব বজায় রেখে চলতো।
তার সাথে তার বাবা যখন এই আচরণ করে তখন সে এগুলো সম্পর্কে তার কোনো ধারণা ছিলো না যৌন চাহিদা বিষয়ক।
এখন আমার প্রশ্ন হলো, তার বাবা যে তার সাথে এটা করলো এর দ্বারা কি তার বাব মার সম্পর্কে ছিন্ন হয়ে যাবে কি???
যদি সরাসরি ফিজিকাল রিলেশন হয়নি শুধু বাজে স্পর্শ যেটা।
তখন তো ও ছোট ছিলো এসব সম্পর্কে জানতো না
যদি এটা হয়েও থাকে বাবা মার সম্পর্ক ছিন্ন, তাহলে ওই মেয়েটির কি করণীয়।
কারণ তার বর্তমান বয়স ২১।
সে প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে + আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে আল্লাহ উওম ফায়সালা করেন।
এরজন্য কি তাকে শাস্তি পেতে হবে??
প্রশ্ন ১/ এই ঘটনা থেকে জানতে চাচ্ছি এর দ্বারা তার বাবা মার সম্পর্কে ছিন্ন হবে কিনা
প্রশ্ন ২/এখানে তো মেয়ে অবুঝ ছিলো, তার মা ও এসব জানেনা, যেহেতু মা কিছু করেনি তাহলে এর শাস্তি মাকে কেন ভোগ করতে হয়।
এমন শুনেছি শশুর দ্বারা ছেলের বউয়ের সাথে এমন হলেও সেইম মাসআলা, ছেলের সাথে ছেলের বউয়ের সম্পর্ক নষ্ট হবে, প্রশ্ন এখানে ছেলের দোষটা কি ছিলো।
এই প্রশ্ন গুলোর উওর দিবেন প্লিজ...