বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুজতাহিদ নয় এমন সবার জন্য মাযহাব মানা ফরয।বিস্তারিত জানতে দেখুন! জাস্টিস আল্লামা তাক্বী উসমানী রচিত "মাযহাব কি ও কেন?"
মাযহাব অর্থ হল,কুরআন-হাদীসের ব্যাখা জানতে কারো সাহায্য গ্রহণ করা।অর্থাৎ যারা নিজে সরাসরি কুরআনের আয়াত বা হাদীসে রাসূল এর মর্মার্থ বুঝতে পারেন না, তারা অন্যর সাহায্য নিয়ে কুরআন-হাদীস এর মর্মার্থ বুঝবেন,এবং সে অনুযায়ী আ'মল করবেন।
সুতরাং কোনো এক আলেম বা মৌলিক মূলনীতি এক এমন একদল আলেমের কুরাআন-সুন্নাহ অনুসৃত মত ও পন্থাকে অনুসরণ করার নামই হল মাযহাব।এক্ষেত্রে সকল মাস'আলায় শুধুমাত্র একজনকেই অনুসরণ করতে হবে।নতুবা একেকজনকে একেক মাস'আলা অনুসরণ মূলত প্রবৃত্তির অনুসরণ হবে। এজন্য এমন কোনো এক আলেম বা মূলনীতি এক এমন একদল আলেমকে অনুসরণ করতে হবে যাদের প্রায় সকল বিষয়ে ইজতেহাদ রয়েছে।এই হল মাযহাব এর তাৎপর্য। সুতরাং এ দৃষ্টিকোনে নবীজী সাঃ কোনো মাযহাবের অনুসারী হওয়ার প্রশ্নই আসে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/402
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1936
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2024
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার ননদ এবং তার স্বামী প্রথম থেকেই যেই মাযহাবকে ফলো করে আসছেন, সেটাকেই সর্বক্ষেত্রে এখন মানবেন। তিন তালাক পরবর্তী অন্যত্র বিয়ে ব্যতিত এমনি এমনি প্রথম স্বামীর সাথে বিয়ের সুবিধা গ্রহণের নিমিত্বে মাযহাব পরিবর্তন করা বা মাযহাব পরিবর্তন করে অন্য মাযহাবে চিরতরে চলে যওয়া কখনো জায়েয হবে না। যাইহোক, তারা কি বিয়ের জন্য মাযহাব পরিবর্তন করছেন? না অন্য মাযহাবকে কুরআন সুন্নাহর নিকটবর্তী মনে করে মাযহাবকে পরিবর্তন করছেন? সেটা যেহেতু তাদের মনের বিষয়। তাই আপনি তাদের সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন। আল্লাহ আপনাকে তাওফিক দান করুক।আমীন।