আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ।
একজন মাসালাটি জানতে চেয়েছেনঃ
কোনো গেম কম্পানি তাদের প্রচারনার জন্য যদি কোনো কনটেন্ট ক্রিয়েটরকে নির্দিষ্ট পরিমান ডলার দেয় এ শর্তে যে, সর্বোচ্চ ৫০০ জনকে দিয়ে উক্ত গেম খেলাতে হবে, কম মানুষ অংশগ্রহণ করলে কম টাকা পাবে। গেমগুলোতে কার্টুন ক্যারেক্টার আছে, উদাহরণ স্বরূপ: Marvel Strike Force, Star trek fleet command যেগুলো সাধারণত মানুষ খেলে না। জুয়া কিংবা অবৈধ কোনো কিছু প্রচার করে না।
উক্ত কনটেন্ট ক্রিয়েটর এ শর্ত পূরন করার উদ্দেশ্যে, তার সোশাল মিডিয়ায় গেমের লিংক পোস্ট করে এবং বলে যে, যেই এই গেম খেলবে এবং ৩০ লেভেলে পৌঁছাবে তাকে ১০ ডলার দেওয়া হবে এবং যে ৫০ লেভেলে পৌঁছাবে তাকে ২০ ডলার হবে। এই গোল গুলোতে পৌঁছালে কন্টেন্ট ক্রিয়েটর নির্দিষ্ট পরিমাণ টাকা পায় গেমের প্রচারকারী থেকে, সেখান থেকে সে এই টাকাগুলো দেয়।
এ শর্তে যদি কেউ তাদের এই গেম খেলে দেয় এবং সে ৩০ মিনিটের ৩০ লেভেলে পৌঁছাতে পারার জন্য ১০ ডালার পায়। এভাবে কয়েকবার খেলার জন্য উক্ত ব্যক্তি কয়েক হাজার টাকা পায়, তাহলে কি এই টাকা উক্ত ব্যক্তির জন্য হালাল হবে নাকি হারাম?
উল্লেখ যে, এই টাকা উক্ত ব্যক্তির ইউনিভার্সিটির বেতন হিসেবে দিয়েছেন, একটা এন্ড্রোয়েট ফোন কিনেছেন এবং খাবারের জন্য ব্যবহার করেছেন। তাহলে এই খাবার কি তার পরিবারবর্গের জন্য খাওয়া হালাল হবে?
উক্ত ব্যক্তির এই উপার্জন কি তার পরিবারের জন্য হালাল হবে?