ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) যদি কেউ অনেক দুআ করে, এখন তার যদি কোনো কথা বা কাজের কারণে ঈমান চলে যায়। তারপর ঈমান নবায়ন করার পর সে এই বিশ্বাস করতে পারবে যে, ঈমান ভাঙার আগে যেই দুআ করা হয়েছিলো, সেটি কবুল হবে।
(২) যেই সব মসজিদে সন্দেহজনক দুর্নীতিবাজ লোকদের থেকে ডোনেশন নেওয়া হয়, এমন মসজিদের ওজুখানায় ওযু করা যাবে। টয়লেট ইউজ করা যাবে। ফিল্টার থেকে পানি পান করা যাবে। কেননা তাতে তো হালাল হারাম সকল প্রকার টাকাই থাকবে।
তবে যদি কোথাও শুধুমাত্র হারাম টাকা দ্বারা ব্যবহার করা হয়, তাহলে সেই মসজিদের অজু খানা,টয়লেট ইত্যাদি ব্যবহার করা যাবে না।
(৩) আগে সব পাওনা শোধ করে তারপর ক্ষমা চাইতে হবে।